আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাভেল এজেন্টের প্রতারণার শিকার হয়ে শূন্য হাতে সৌদি থেকে ফিরলেন ৫০ শ্রমিক



ট্রাভেল এজেন্টের প্রতারণার শিকার হয়ে শূন্য হাতে সৌদি থেকে ফিরলেন ৫০ শ্রমিক Written by RTNN D03 Friday, 10 July 2009 22:19 ১০ জুলাই, শুক্রবার (আরটিএনএন)-ট্রাভেল এজেন্টের প্রতারণার শিকার হয়ে সৌদি আরব থেকে শুক্রবার সকালে দেশে ফেরত এসেছেন আরও ৫০ শ্রমিক। ভাল কাজ দেয়ার লোভ দেখিয়ে এসব শ্রমিকদের সৌদি আরব পাঠানো হলেও কাজ না পেয়ে ফিরে এসেছেন তারা। সৌদি আরবে জেল খেটেই শেষ নয়, এসব হতভাগ্য শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে খালি হাতে। এ ৫০ জন শ্রমিককে বৃহস্পতিবার ইন্ডিয়ান এয়ারলাইন্সে দেশে পাঠিয়ে দেয়া হয়। সারারাত ভারতের একটি বিমানবন্দরে থাকার পর শুক্রবার সকালে ঢাকা পৌছান তারা।

দেশে ফিরে শুধু কাজের অভাবই নয়, নানা নির্যাতনের কথাও জানিয়েছেন তারা। ঢাকায় ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তারা জানিয়েছেন, সৌদি আরবে পাঠানোর আগে ভাল কাজের প্রতিশ্রুতি দেয়া হলেও তারা পাননি তেমন কোন কাজ। দিনের পর দিন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় তাদের নামমাত্র বেতনে কাজ করতে হয়েছে। সেসব কর্মস্থলে নানাভাবে তাদেরকে নির্যাতনও করা হয়। দেশে ফেরত এসব শ্রমিক সেখানকার বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তাদের অসহযোগিতারও অভিযোগ করেন।

এই ৫০ জনের একজন শেরপুরের হাবিব। দুই বছর আগে সৌদি আরব যান রাজধানীর পল্টন এলাকার এক ট্রাভেল এজেন্টের মাধ্যমে। তিনি জানান, পৈত্রিক জমি বিক্রি করে বিদেশ গিয়েছিলেন পরিবারের উন্নতির আশায়। কিন্তু প্রতারণার শিকার হয়ে তাকে ফিরতে হয়েছে শূন্য হাতে সূত্র: rtnn

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।