আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাভেল মেকার

মিডিয়া

অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ লেকচার দিতে ডঃইউনুস এখন অঙ্ফোর্ডে অবস্থান করছেন। আগামী কাল তার নরওয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা। আজিজ পারদেশিয়া নামে বাংঙালী মালিকানাধীন বিখ্যাত রেস্টুরেন্টে মধ্যান্য ভোজে মিলিত হয়েছিলেন ডঃ ইউনুস, তার মেয়ে মনিকা ইউনুস এবং ছোট ইউনুস মুহাম্মদ জাহাঙ্গীর। গতকাল লণ্ডন থেকে দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে ছুটে গেলাম অঙ্ফোর্ডে। আমাকে দেখেই ফিক করে হেসে ফেললেন ডঃ ইউনুস," তুমি এখানেও! "রিয়েল ট্রাভেল ম্যকার'।

তিনদিন ধরে তো তুমি আমার পিছু ছাড়ছোনা, ঘটনা কি? বড় ব্যস্ত সাংবাদিক তুমি, কাছে টেনে নিলেন ,জড়িয়ে ধরলেন আবেগ থামাতে পারলামনা। বললাম আমার কর্ম চঞ্চলতা আপনার নজর কেড়েছে এটাই তো আমার সবচে' বড় সার্থকতা। তবে আজ আর কোন স্বাক্ষাতকার নয়,আজ শুধুই ফটো সেশন। 'তোমাকে আজ প্রকাশ্যে একটা নাম দিয়ে গেলাম "ট্রাভেল মেকার" ভুলে যেওনা যেন এই বলে মনিকা কে ডেকে জড়িয়ে ধরলেন ডান হাতে আর আমাকে বাম হাতে বুকে জড়িয়ে ধরে সেই চির চেনা হাসি দিয়ে ক্যামেরায় পোজ দিলেন নোবেল বিজয়ী সুর্য সন্তান। পুনশ্চঃ ফরিদ ভাই , আমার আগের পোস্টের ছবিতে সুন্দরী মেয়ের নাম টা আমার জানা নেই।

তবে আপনার জন্য মনিকা ইউনুসের একখানা ছবি লাগিয়ে দিলাম, আমার ছবি আপনি দেখতে চেয়েছিলেন , জানতে চেয়েছিলেন আমি কোথায়। আমি আসলে মনিকার পাশে, মাঝে শুধু ডঃ ইউনুস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।