আমাদের কথা খুঁজে নিন

   

টাকলা > টাক্লু > চান্দি ছিলা > স্টেডিয়াম

জাতির নানা - একটি ভার্চুয়াল ক্যারেক্টার!!!!
যাদের মাথায় টাক আছে তারা সবসময় কিছুটা বিব্রতবোধ করে। কেন করে আমি জানি না!!! টাকযুক্ত লোকদেরকে মানুষ সামনাসামনি কিছু না বললেও পিছনে 'টাকলা' বা 'টাক্লু' বা 'চান্দি ছিলা' বা স্টেডিয়াম বলে ব্যাঙ্গ করে!!! সমীক্ষায় দেখা গেছে, টাকওয়ালা পুরুষ বেশী সেক্সি হয় যার হেতুতে মেয়েরা টাকযুক্ত ছেলেদের পছন্দ করে । আমাদের গাঁও গেরামে একটা কথার প্রচলন আছে, "টাকাওয়ালারই টাক পড়ে"!!!! - কথাটা মিথ্যা নয়। আমি নিজে সার্ভে করে দেখেছি, কোন গরীব লোকের টাক পড়ে না। আপনারা কি কখনো দেখেছেন কোন রিক্সাওয়ালা বা দিনমজুরের মাথায় টাক আছে? কোন টাকওয়ালা ফকির কি কখনো দেখেছেন??? সমিক্ষায় আরো জানা যায়, সব টাকওয়ালা লোকই পকেটে চিরুনি বহন করে। একটা সত্য ঘটনা বলি, অনেক বছর আগে একটা সেলস ট্রেনিং এ এক মালশিয়ান ট্রেইনার আমাদের ক্লাসের শুরুতে বললেন, "He is the best Sales Man who can sell a comb to a bald headed man!!!!" সাথে সাথে আমি অপোস করে বললাম, "Its very easy to sell a comb to a bald headed man!!!! সবাই একসাথে হেসে উঠলো আর সেই সাথে ট্রেইনার আমার কাছে ব্যাখ্যা দাবী করলো। ঐ ট্রেইং এ ২০ জনের মত পারটিসিপেন্ট ছিলো এবং এর মধ্যে ৪ জনের মাথায় টাক ছিলো। আমি ট্রেইনারকে বললাম "No body here carrying a comb except these 4 bald headed persons (অভিজ্ঞতার আলোকে কথাটা বলেছিলাম). ট্রেইনার তখন চেক করে দেখলো ঐ ৪ জন টাকওলার মধ্যে ৩ জনের পকেটেই চিরুনি ছিলো। আর বাকি ১৬ জনের মধ্যে ২ জনের পকেটে চিরুনি ছিলো!!!!!!!!!!!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.