আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকের মুরাদ টাকলা পেইজ বিষয়ে

............................................

ফেইসবুকে মুরাদ টাকলা নামে একটা পেইজ আছে। অনেক মানুষই আছেন বাংলা ইংরেজিতে ভুল ভাল বানানে স্ট্যাটাস লেখে। যারা এই টাইপ স্ট্যাটাস দেয় তাদেরকে টাকলা বলা হয়। মুরাদ টাকলার এ্যাডমিনদের কাজ হলো টাকলাদের স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে পোস্ট করা। পেইজটাতে আমি লাইক দিয়েছি কিছুদিন আগে।

ওই পেইজটা পড়ে বেশ মজা লাগতো। ইদানীং আর মজা লাগে না। কারণ ওরা মানুষকে নিয়ে অতিরিক্ত টিটকারী মারে। পোস্ট আসার পরই গাদা গাদা কমেন্ট পড়ে। আর শুরু হয় টাকলাদের গালিগালাজ, মরে যেতে বলা হয়।

যারা টাকলাদের গালি দেয় তাদের মধ্যেও কিছু টাকলা পাওয়া যায়। এমনকি এ্যাডমিনগুলোর টাকলামীও চোখে পড়ে মাঝেমাঝে। পেইজটাতে শিক্ষণীয় কিছুই নেই। এই কারণেই মাঝেমাঝে ওদের বিরুদ্ধেও দুই একজনকে কথা বলতে দেখা যায়। তখন আবার তাদেরকে "সুশীল" বলে অভিহিত করে মুরাদনগরে পাঠিয়ে দেওয়ার হুমকী দিতে দেখা যায়।



মুরাদ টাকলার এ্যাডমিনরা দাবী করে তারা বাংলা ভাষা রক্ষার্থে এই পেইজ খুলেছে। যতদিন না বাঙ্গালীরা শুদ্ধভাবে বাংলা লিখতে না জানবে, ততোদিন এই পেইজ থাকবে।

কিন্তু ঐ পেইজে বাংলা ভাষা রক্ষার্থে তারা কি এমন অবদান রাখছে তা এখন পর্যন্ত চোখে পড়লো না। তারা যেটা করছে সেটা হলো কিছু অল্পশিক্ষিত মানুষের স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করছে যেসব মানুষের কোনো ধারণাই নাই যে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। এমনও না যে তারা ভুলটাকে শুদ্ধ করে পোস্ট দিচ্ছে।

তাহলে এতো লম্ফ ঝম্ফ কেন!!

কয়েকদিন আগে আমি আর আমার একটা ফ্রেন্ড তাদের কিছু ভুল ধরিয়ে এই কথাগুলোই বলে আসছিলাম। কিন্তু তারা উত্তর দিতে পারেনি।

আমার অনেক বিষয়েই ভাসা ভাসা ধারণা থাকায় আমি অনেক বিষয়েই কথা বলতে পারিনা। কারণ যেই বিষয়টা নিয়ে ভাসা ভাসা ধারণা, সেই বিষয়টা নিয়ে আমার কথা বলতে লজ্জা লাগে। কোনোভাবে যদি কোনো ভাসা ভাসা ধারণা নিয়ে কোনো জায়গায় কোনো কথা বলে ফেলি তবে সেটা নিয়ে বারবার ভাবি।

এই কারণেই কিনা জানিনা এই পেইজটা দেখলে ইদানীং ভীষণ রাগ লাগে। মুরাদ টাকলার এ্যাডমিনদের সর্বজ্ঞানে জ্ঞানী টাইপ ভাবটা একদমই সহ্য হয় না। জানি একটা ফালতু পেইজ নিয়ে এই রকম পোস্ট দেওয়াটা একটু হাস্যকর কিন্তু কি করবো কথাগুলো না বলে ভাল লাগছিল না।

নিচে লিঙ্কটা দেখতে অনুরোধ করলাম। লিঙ্কটায় একটা মানুষ তার ভাগ্নের ছবি শেয়ার করেছে।

নিস্পাপ একটা পোস্টকে ওরা কত বাজে পর্যায়ে নিয়ে গেছে দেখে মেজাজটা খারাপ হলো।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।