আমাদের কথা খুঁজে নিন

   

ছবি উৎসব...

স্বাধিন হব বলে সংগ্রাম করি...

ছবি ১ তোমাকে কী বলেছি, আমার পেটে বছর তিনেক আগে জন্ম নিয়েছিল একটা পেটমোটা গোল্ডফিশ; ওটাকে বাচাতে গেলাসে গেলাসে পানি খেয়ে পেটে পানির ডোবা বানিয়েছিলাম, ছলাৎ ছলাৎ পাখনা নেড়ে গোল্ডফিশটা মারা গেলো যখন নাকি- ট্রেনের জানালার মনিটরে মার্মেইডের শীতল আঙ্গুলগুলো নেড়ে বলেছিলে-“যাই...“ ছবি ২ কথাটা বলার জন্য হা করতেই ডানা ঝাপটে উড়ে গেলো এক ঝাঁক অ আ ক খ ... লিখার জন্য কলম ধরতেই হারালাম বর্ণজ্ঞান... বর্ণগুলো ইদানিং শব্দ হতে চায়না, ওদের সংগ্রামী দলনেতা বলেছে ওরা মেইড ইন চায়নার পন্যে চিনা ভাষার অনুবাদ হবে তবু তারা মনের কথার অনুবাদ হবে না... ছবি ৩ তোমাকে আমার স্বপ্নের স্ক্রিন প্লে লিখার জন্য টাইপরাইটার নিযুক্ত করলাম, আর তুমি কিনা লিখলে ভুতের নাটক?? রাতের আধারে নিজে না এসে এতোগুলো গেঁয়ো ভুত পাঠালে? ছবি ৪ গরীবের থালা থেকে এক খাবলা পান্তা ভাত কাইড়া নিয়া গায়ে গতরে বাড়ে দেবতার স্বাস্থ্য, গনতন্ত্রপ্রিয় নারীদের খোপায় ঝুলতাসে ভোট চাটা স্বাধীনতার ঘোষকের টিকিট; চিল্লায় যতনা মানুষ যায় লাইব্রেরীতে তত মানুষ যায় না, সব মাইনা নিয়া নাগরিক অলসতা গিলতেছে এনটিভির নাটক, এই শহরে আমি কারে দিমু আমার আবাদী হা হুতাশ! কোন গলিতে গিয়া পাঠামু আমার পরোকিয়ামগ্ন প্রেমিকাকে এক শিশির বিন্দুর টেলিগ্রাফ!! ছবি ৫ লাইট জ্বালাও, লাইট নিভাও, লাইট জ্বালাও, লাইট নিভাও, লাইট জ্বালাও, লাইট নিভাও, কোন পরিবর্তন দেখেছো? যেদিন দেখবে, সেদিন এই কবিতার বাকিটা লিখব!! ছবি ৬ ওহে গুড়ের বাবুর্চি, মাছিদের মন মজাইয়া কই যাইতেছো এত সকালে! কোন মাটির হাড়িতে রাধো এত মিঠা গুড়! আমি সেই হাড়িতে জিভের পিপাসাগুলো জ্বাল দেবো। ছবি ৭ আগুনগুলো খুজে নেবে যত লাকড়ি, যে জন্মেছে চাবি নিয়ে সে খুজে নেবে সিন্দুক; একইভাবে আমাকে খুজে নিয়েছে এক কেজি স্বপ্নের বীজ, আমাকে সেই স্বপ্নের চাষ শিখিয়েছেন ডঃ ইউনুস (পাখিদের জাতীয় অধ্যাপক), তিনি হাতে হাতে ধরে পাখিদের উড়তে শেখান, তাকে গিয়ে জিগেষ করতে ইচ্ছে হয় কত বড় পাখা হলে সব অভিকর্ষ ছিড়ে আকাশের নীলের স্তর পার হওয়া যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।