আমাদের কথা খুঁজে নিন

   

দুইখান কৈতক

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

১। তিন শামুক ঠিক করল রেঁস্তোরায় কফি খবে।

দোকানে যখন ওরা ঢুকেছে, তখনই বাইরে নামল বৃষ্টি। প্রবীণ শামুকটি কনিষ্ঠতমকে বলল- যাও তো, বাড়ি থেকে ছাতাটা নিয়ে এসো। ছোট শামুকটি বলল---আমি যেতে রাজি, যদি তোমরা আমাকে ফেলে কফি না খাও। প্রবিণটি সে প্রতিশ্রুতি দিলো। বলল- তুমি ফিরে এলে আমরা একসাথে মিলে কফি পান করব।

দুই বছর চলে গেল। ছোট শামুকটি ফিরে আসছে না দেখে প্রবীণ শামুক তার সংগিনীকে বলল- আমার মনে হয় ও আর ফিরে আসবে না। এসো আমরা কফি খেয়ে তাড়াতাড়ি বাড়ী ফিরে যাই। কথাটা মুখ থেকে পড়তে না পড়তেই ছোট শামুকের গলা শোনা গেল---- তোমরা যদি আমকে ফেলে কফি খাও তাহলে আমি কিন্তু ছাতা আনতে বাড়ি যাচ্ছি না। ২।

ভুলোমনা এক অধ্যাপক বাসা বদল করেছেন। সহজে বাসায় যাতে ফিরতে পারেন সে জন্য স্ত্রী তার পকেটে কাগজের টুকরোয় ঠিকানা লিখে দিতেন। একদিন অধ্যাপক ভুলে অন্য এক কোট পড়ে ক্লাসে চলে এসেছে। ক্লাস শেষ হওয়ার পর পকেটে ঠিকানা লেখা কাগজ না পেয়ে অধ্যাপক পুরনো বাসায় এলেন; যদি কেউ পথটা বাতলে দেয়, এই আশায়। দেখলেন কয়েকটা শিশু সেখানে খেলছে।

একটি শিশুকে কাছে ডেকে অধ্যাপক বললে--- খোকন, তুমি কি বলতে পার বাসার আগের ভাড়াটিয়ারা কোথায় গেছে??? :নিশ্চয়ই বলতে পারব। এই বাসার দু'টি বাসার পরেই আমাদের বাসা। তুমি সোজা চলে যাও, আব্বু (সংগৃহীত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.