আমাদের কথা খুঁজে নিন

   

দুইখান আনকোড়া নৈবেদ্য

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া

নৈবেদ্য ঃ (১) কোন এক শোক বইয়ের ভূক্তি চলে গেছে নশ্বর। পড়ে আছে দীর্ঘতর...... ছায়াখানি তার। অনন্ত... অজর.... এবং.......অবিনশ্বর। নৈবেদ্য ঃ(২) সঙ-লাপ এই ভাবে কত দিন ? পরিবর্তনের কোন স্পষ্ট প্রতিশ্রুতি... কিংবা অপেক্ষার সময়সীমা...... এমন কী অনিশ্চিত দূরবর্তী নক্ষত্রের আকার, আয়তন, ভর, ওজন, বাঁচবার অত্যাবশ্যক অক্সিজেনের প্রাপ্যতা........ কিছুই নাই তোমার থিসিসে, ইশতেহারে। জানি, রাজনীতিকরা চুড়ান্ত মিথ্যুক।

তবু- প্রতিশ্রুতির সাজানো ডালা পাই- নির্দিষ্ট সময়সহ। পঁচে যাওয়ার। -তাই তো তোমাকে পরামর্শ দিই...... অন্য, কোন একটা গলায় ঝুলে পড়ার। হ্যাঁ- অন্তত, দিনান্তে আদরের প্রতিশ্রুতি এবং ঝগড়ার... বিবমিশা ? হয়তো বা ....... অথবা দাঁতে ঠোঁট চেপে এক জীবন। ।

১২/০৯/১০।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.