আমাদের কথা খুঁজে নিন

   

কোন কোন মহিলাদেরকে বিবাহ করা হারাম এবং দেখা জায়েয ?

আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদ(সঃ) আল্লাহর রসুল। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এই পৃথিবীতে যত নিয়ম বা তরিকা আছে, তার মদ্ধে একমাত্র হুজুর (সঃ) এর তরিকায় শান্তি ও সফলতা।

মাহরাম মহিলারা (যাদের বিবাহ করা হারাম এবং দেখা জায়েয): ১. মা, খালা, ফুফু, শ্বাশুড়ি, দুধ মা। ২. বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন।

৩. মেয়ে, ভাই এর মেয়ে, বোনের মেয়ে, ছেলের বৌ। অন্যান্য মহিলারা (যাদের দেখা জায়েয) : ৪. স্ত্রী, ছোট বালিকা, অধিক বৃদ্ধা। মাহরাম মহিলারা হচ্ছেন তারা, যাদের দেখা জায়েয এবং বিবাহ করা হারাম। অর্থাৎ তারা ব্যতিত অন্য কেউকে দেখা হারাম এবং বিবাহ করা জায়েয। উপরোক্ত তিন ধরনের মাহলারা প্রত্যেক পুরুষের জন্য মাহরাম।

এছাড়াও উপরোক্ত চতুর্থ ধরনের মাহলাদের দেখা জায়েয আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।