আমাদের কথা খুঁজে নিন

   

ভিসতায় সমস্যা, এক্সপ্লোরার ক্র্যাশ

অতীত নিয়ে ভেবোনা। অতীত থেকে শিক্ষা নাও আর ভবিষ্যতের জন্য ভাব, অদূর আর সুদূর ভবিষ্যত...
আমি তো মহা সমস্যায় পড়লাম। আমার ল্যাপটপে ভিসতা চলে, অরিজিনাল। চমৎকার চলছিল। অন্য একটা ভাইরাস এফেক্টেড পিসিতে কিছু ডাটা ট্রান্সফার করেছিলাম।

তারপর থেকেই উইন্ডোজ এক্সপ্লোরার ক্র্যাশ করা শুরু করেছে। কিন্তু আমার জানামতে কোন ভাইরাসের কারনে সমস্যাটা হচ্ছেনা, কারন টাস্ক ম্যানেজারে কোন আনওয়ান্টেড প্রোগ্রাম রান করেনা। তাছাড়া একটা নির্দিষ্ট ফোল্ডারে ঢুকলে এক্সপ্লোরার ম্যাক্সিমাম পারফর্ম করা শুরু করে, কোর টু ডুয়ো প্রসেসর ১০০% হয়ে যায় ! ঐ ফোল্ডারে কোন হিডেন ফাইল নেই, যাকে ভাইরাস হিসেবে ধরা যায়। যদিও ফাইল আছে অনেকগুলো, কিন্তু এর জন্য সমস্যা হবার কথা না। আমি নরটন ব্যবহার করি, এটাও অরিজিনাল, তবে ৯০ দিনের ট্রায়াল।

ফুল আপডেটেড। ফুল হার্ডডিস্ক স্ক্যান করেও কোন ভাইরাস পাওয়া যায়নি। বাধ্য হয়ে আবার উইন্ডোজ সেটআপ করেছি, কোন লাভ হ্য়নি। কি করব ? কেউ জানেন, কি করা যায় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।