আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক শ্রমিক ও রিকশাচালকদের যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে একাত্ম

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে একাত্ম পোশাক শ্রমিকরাও। চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দাড়িয়ে পড়লেন। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় ফিরোজ মিয়া নামের একজন রিকশাচালক তিন মিনিটের স্তব্ধ কর্মসূচিতে দাঁড়িয়ে পড়েন। তাঁকে দেখে শরিক হন স্থানীয় রিকশাচালকেরা। ফিরোজ মিয়ার (৪২) বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

কুমিল্লা শহরে তিনি রিকশা চালান দুই বছর ধরে। আজ বিকেল সাড়ে তিনটা থেকে তিনি কান্দিরপাড় এলাকায় রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাঁর সঙ্গে শরিক হন আরও কয়েকজন রিকশাচালক। ফিরোজ মিয়া জানান, বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত নীরবতা পালন করার জন্য এখানে দাঁড়িয়েছি। ঘড়ির কাঁটায় বিকেল চারটা বাজতেই অনেকেই দাঁড়িয়ে পড়ায় ওই সারি আরও দীর্ঘ হয়।

শাহবাগের প্রজন্ম চত্বরের স্রোত ফিরোজ মিয়াকে আবেগাপ্লুত করেছে। তিনি বলেন, ‘যুদ্ধের বছর আমার জন্ম। তাই তরুণদের ওই আয়োজনে শরিক হয়েছি। ’ সহযোদ্বা হিসাবে আমার পাশে থাকার অনুরোধ রইলো Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.