আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াও আশরাফুল!!!



প্রথম আলোর খেলার পাতায় একটা সাক্ষাৎকার দেখলাম, আমাদের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। উনার কথা মত, বাংলাদেশে নাকি ভাল সময়েই সবাইকে পাশে পাওয়া যায়, খারাপ সময়ে সবাই দূরে সরে যায়!!! অসাধারন এক মন্তব্য! আজ ৯ বছর হল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস অর্জন করেছে। জানিনা অর্জনটা কতটুকু সার্থক, তবে আমাদের খেলার পারফরম্যান্সে যে অর্জনটা অনেক কম তা আমি মনে করি। কিন্তু তারপরও বাংলাদেশ শত ম্যাচ হারার পরেও যদি একটা ম্যাচ ভাল করে, হেরেই যাক না কেন, অসংখ্য বাঙ্গালী টিভি সেটের সামনে বসে হাততালি দেয়; রাস্তায় রাস্তায় টিভিওলা দোকানগুলোতে ভীর করে, ঠাসাঠাসি করে দেশের খেলা দেখে! একটা উইকেটের পতনে গর্জে ওঠে "বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ" রবে!! হতাশ হই আমরা, কিন্তু পরের ম্যাচেই আবার আশায় বুক বেঁধে খেলা দেখি, ভুল করেও আমরা আশা করিনা বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে; শুধু এটুকুই আশা করি হারলেও যেন বাঘের মত খেলে হারি... ক্রিকেট দলের কারনেই তো আমরা এই প্রবাদটা শিখেছি... "পরাজয়ে ডরেনা বীর!" আর আমাদের প্রাক্তন অধিনায়ক অবলীলায় বলে দিলেন আমরা নাকি পাশে থাকিনা খারাপ সময়ে! তাহলে ভাল সময় কবে কখন ছিল বলতে পারবেন আপনি? বছর শেষে একটা জয় যদি ভাল সময় বলে মনে করেন, তাহলে আপনি ভুল করছেন!!! ওটা কিন্তু সান্তনা। আর সেই সান্তনা পেয়ে আমরাও শান্তি পাই, আপনাদের দোষারোপ করিনা, কারন আমরা জানি এ দেশের ক্রিকেটের অবকাঠামো খুবই রুগ্ন।

সদ্য শেষ হওয়া টি২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত দলের ব্যর্থতার পরে অসাধারন সাফল্য অর্জন করা অধিনায়ক ধোনি পুরা ভারতবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কেন চেয়েছেন? কারন তাঁর দ্বায়বদ্ধতা, দেশবাসীর কাছে সরল স্বীকারক্তি ও শ্রদ্ধা। আর আপনি তো অবলীলায় অনেক বড় কথা বলে দিতে পারছেন দেখি!!! আপনি একজন পরিক্ষীত পারফরমার, এ ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আরও চেষ্টা করুন, আরও ভাল করবেন, দেশে অনেক মানুষের দোয়া পাবেন। আর এটা তো অনেক জানাশোনা কথা, যে বাঙ্গালীরা অল্পতেই তুষ্ট একটা জাতি! কিন্তু এভাবে দেশের মানুষের সম্পর্কে কথা বলতে যার বাঁধেনা, এরকম অভব্য আচরণের অধিনায়ক আমাদের দরকার নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।