আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার হত্যার নৃশংসতা

মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি

প্রিয় পাঠক দয়া করে নিচের লিংক দু'টি ক্লিক করে ভিডিওতে লাইভ ধারণকৃত দৃশ্যটি দেখুন। এটি সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন আইলা বিধ্বস্ত গাবুরা ইউনিয়নের একটি গ্রামে সুন্দবন থেকে কপোতাক্ষ নদী পার হয়ে আসা একটি বাঘকে বন্দী করতে সক্ষম হওয়ার পরও নৃশংসভাবে হত্যা করার । রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় সম্পদ এবং জাতীয় পশুও বটে। আমরা যখন প্রানাত্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশাচার্যের তালিকায় স্থান করিয়ে দেয়ার জন্য সেই সময়ে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় কিছু বিকৃত রুচির মানুষের হাতে এভাবে রয়েল বেঙ্গল টাইগার হত্যার বিষয়টি দুঃখজনক। বাঘটিকে গ্রামবাসি আটকে ফেলতে সক্ষম হওয়ার পর স্থানীয় বনবিভাগের দায়িত্ব ছিল বাঘটিকে চেতনানাশক গুলি(সম্ভবত ট্রাঙ্কুলাইজার গান দিয়ে)-র মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আনা।

আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম সাংবাদিকরা থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে সাতক্ষীরা থেকে প্রায় ৭২ কিমি সড়ক ও আধা ঘন্টার নৌপথ অতিক্রম করে আটককৃত জীবিত(এবং নৃশংস হত্যা) বাঘটির ভিডিও ধারণ করতে সক্ষম হলেও স্পীড বোটে বনবিভাগের কর্মকর্তারা বুড়িগোয়ালীনি রেঞ্জ থেকে সামান্য দুরত্বে পৌছে বাঘটিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। অভিযোগ রয়েছে তারা পাশে দাড়িয়ে থেকে হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন, পরে থানায় হত্যাকারিদের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন এবয় বর্তমানে একজন গ্রেফতার হয়ে আছেন। আমাদের প্রশ্ন হলো বনবিভাগের বিপুল পরিমাণ ফাণ্ড রয়েছে স্থানীয় বনসংলগ্ন মানুসদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও অন্যান্য বিষয়ে সচেতন করে গড়ে েতালার জন্য। অেন্যদিকে বনবিভাগের এসকল দূর্নীতিবাজ কর্মকর্তাদের মাসশেষে মোটা অংকের বেতনের টাকা যোগান দেয়া হয় গরীব দেশের আরও গরীব জনগণের টাক্সের টাকায়। যদিও এসব কর্মকর্তারা বনকে রক্ষার চেয়ে তাকে ধ্বংস করায় অধিকতর পারদর্শী।

আমরা এই রয়েল বেঙ্গল টাইগার হত্যা মামলায় হত্যাকরিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বাঘটিও রক্ষায় ব্যর্থ হওয়ায় বনবিভাগের সংশ্লিষ্টদের বরিুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। http://www.youtube.com/watch?v=FSlMZTYlyw8' target='_blank' >রয়েল বেঙ্গল টাগার হত্যা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.