আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালে পৌঁছেছেন বেল

রিয়ালের ওয়েবসাইটে বলা হয়, সোমবার সকালে সান্তিয়াগো বার্নাবেউয়ে এসে পৌছান ওয়েলসের এই স্ট্রাইকার। ইতোমধ্যে ক্লাবের চিকিৎসকরা তাকে পরীক্ষা করেছেন।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তিব্দ্ধ হয়েছেন ওয়েলসের এই স্ট্রাইকার।
অনেক নাটকীয়তার পর রোববার বেলকে দলে আনার খবর নিশ্চিত করে রিয়াল কর্তৃপক্ষ। স্পেনের রিয়াল বা বেলের আগের ক্লাব ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার, কোনো পক্ষই অবশ্য এখন পর্যন্ত ‘ট্রান্সফার ফি’র পরিমাণটা জানায়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, পরিমাণটা ক্লাব ফুটবলে দলবদলের ইতিহাসের সর্বোচ্চ, ১০ কোটি ইউরো।
২০০৯ সালে প্রায় নয় কোটি ৪০ লাখ ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ঐ সময়ের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।    
বেলকে কিনতেই শুধু নয়, সান্তিয়াগো বার্নাবেউতে তাকে ধরে রাখতেও ইউরোপের সবচেয়ে সফল দলটিকে খরচ করতে হবে অনেক। বিশ্বের অন্যতম ধনী এই দলটিতে প্রতি সপ্তাহে বেলের বেতন হবে প্রায় তিন লাখ পাউন্ড।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।