আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকিং অভিজ্ঞতা

saving the world by sleeping

অন্যান্য দিবাগত দিন গুলির মত গতকালটাও ছিল নিরামিষ । আকাশটা পুরা বিষন্ন । গতানুগতিক ধারায় অফিস কর্মগুলো সম্পাদন করতে ছিলাম । এমন সময় হঠাৎ ক্রিং ক্রিং । ধরলাম মোবাইলটা ।

ওপাশ থেকে উত্তর এল জনাব এক অমুক ব্যাংক থেকে বলছেন । বলাই বাহুল্য আমি অত্র ব্যাংকে একটা সেভিং একাউন্টের জন্যে আবেদন করিয়াছিলাম । আমার নিজস্ব কোনো একাউন্ট নাই । এই নিয়া আমার আফসোসও নাই । আমি কিছুতেই টাকা সঞ্চয় করিতে পারি না ।

কিন্তু অফিসের ঠেলাঠেলিতে আর শান্তিতে থাকতে পারলাম না । এই ব্যাংকটা আবার আমাগো আমদানিকৃত পণ্যসামগ্রীর মত বিশ্বজয় করিয়া বাংলাদেশে প্রবেশ করেছে । ডিপোজিটের অংকটাও তাই বেশ বড় মাপের । এমনিতেই মাস অন্ততে একটু টানাটানির উপর থাকি । তার উপর এত বিশাল অংক হাত ছাড়া হইতেছে দেখে একটু মেজাজটা খারাপ ছিল ।

তার উপর এখন আবার এই অনাকাংক্ষিত কল । 'ম্যাডাম আপনাকে একটু আসতে হইবেক । নোমিনি যারে করছেন সেতো আঠারো মাইনাচ্ । মাইনোর নোমিনির লিগাল গার্ডিয়ানের সাইন লাগবে । ' ধুত্যরি কইলাম আমিতো হের গার্জেন ।

ব্যাটা আমারে আম ছালা কিসব রুলস্ কইল ঠিক মানুষরে নমিনি করতে গেলেই যত বাণী আর ভুয়া করলে ধরা খাওয়ার চান্স নাই । জিগাইলাম কি করতে হইবে আমারে ? কইলো উনাদের ব্রাঞ্চে গিয়ে ফরমালিটি পূরণ করতে হবে । ব্যাংকে উনি ৮ টা পর্যন্ত থাকিবেন । আর যদি নমিনি চেন্জ করতে চাই ? ম্যাডাম, এটারও ব্যবস্থা করা যাবে । নমিনি সশরীরে আসলে আজকেই কাজটা হয়ে যাবে, না হলে ম্যাডাম আপনার টাকা আটকে থাকবে ।

ব্যাটা নাম কইলো 'ন' । কলটা ছাইড়া দিয়া আমার দোস্ত কাম কলিগ 'র' রে জিগাইলাম তোর ফুটো আসে নাকি ? 'র' -এর সম্মতিসূচক মন্তব্য পাইয়া, অফিস শেষে এই ঘোর বৃষ্টিতে পায়ে কাদা মাখায়ে দুইজনে লাফাইতে লাফাইতে গিয়া ব্যাংকে উপস্থিত হইলাম । সরকারি অফিসগুলান মত এইখানেও সেই একই চিত্র । 'ন' ব্যাটা প্রমিজ কইরা বাইরে চইলা গেসে । সিকুরিটি গার্ড কইলো ওয়েট করতে ।

প্রায় জনমানব শুণ্য অফিসে এক কর্তব্যরত লুকরে দেখলাম । ব্যাটারে জিগাবু নাকি তা নিয়া ভাবতাছি আধাঘন্টা ধইরা । কিন্তু উনি মহা বিজি ফুন লইয়া । ভাবতে ভাবতে আরেক ব্যাটা আইসে জিগাইলো ম্যাডাম আপনাদের কি সমস্যা । কইলাম নমিনি ঠিক করতে আইছি ।

তখন মাঝখান থিকা ঐ বিজি ব্যাটা ইনটারাপ্ট কইরা কইলো 'ওহ্ এই কাজের দায়িত্ব আমারে দিয়া গেছে । আপনারা বসেন । আমি 'ন' স্যারকে কল করি । ' 'স্যার ম্যাডাম এসেছেন । সাথে উনার 'Mom'-কে নিয়ে এসেছেন ।

আমি প্রথমে জনাকীর্ণ অফিসের চারদিকে তাকায় খুজলাম আমার মত কোনো বেকুব পার্টি তার 'Mom'-কে নিয়ে আসছে নাকি । তারপর 'র' চোখে চোখ পড়তেই ... বেচারা এতক্ষণ অনেক কষ্টে মুখ শক্ত করে রাখছিল । আমি তাকাতেই হাহাপগে অবস্থা । । ব্যাটা দেখি লজ্জা পাইছে ।

বলে সর‌্যি ম্যাডাম । বললাম না না আমরা নির্মল বিনোদন লাভ করেছি । তাই নারে 'Mom' ব্যাটা বলল নামটা বলেন প্লিজ । 'Mom' কইলাম পুরা নাম । কয় আপনার না নমিনিয়ের নাম জিগাইছি ।

কঠোর মুখ কইরা কইতে চাইছিলাম আমার আর আমার 'Mom'-এর নাম সেইম । বাকিটুকু কনটিনিউ করা সম্ভব না যদি আবার 'Mom'-এর হাতে মাইর খাইতে হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.