আমাদের কথা খুঁজে নিন

   

রেডিও স্টেশন, এস এম এস এবং একটি প্রশ্ন, 'আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পান?



রেডিও শোনা শখের মধ্যে না পড়লেও ইদানীং আমি ফাঁক পেলে রেডিও শুনি। বিশেষ করে রাতে ঘুম না আসলে ঘুমের ওষুধ হিসেবে রেডিও বেশ কাজে আসে। রেডিওর অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয় রাতেরগুলোই। সবসময়ই সেগুলোতে থাকে এস এম এস এর জোয়ার, আর. জে রা সেগুলো পড়তেই হিমশিম খেয়ে যান। একরাতে প্রায় নতুন এবং আমার মতে এখনকার রেডিও চ্যানেলগুলোর মধ্য থেকে সবচেয়ে ভিন্নধারার যেটা, সেটা শুনছিলাম।

একজন আর. জে (তার নামটা নাহয় না ই বললাম...তবে খুব সুন্দর করে কথা বলেন ) তখন একগাদা এস এম এস এর মধ্যে কোনটা ছেড়ে কোনটা পড়বেন ভেবেই কুল পাচ্ছিলেন না। এমন সময় একটা এস এম এস তিনি পড়লেন যাতে তার উদ্দেশ্য একটা প্রশ্ন ছিল, 'তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাও?' আমি তখনই কান খাড়া করে ফেললাম তার উত্তর শোনার জন্যে (আমার মাথায় অবশ্য তখনই আসল 'তেলাপোকা'...)। তিনি যে উত্তরটা দিলেন সেটা ছিল ভয়ংকর অপ্রত্যাশিত। তিনি বললেন, ' আমার সামনে একজন মানুষ দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে এবং আমি জানি যে সে মিথ্যা বলছে...সেই মুহূর্তে তার প্রতি আমার যে তীব্র ঘৃণা জন্মায়, সেই অনুভূতিটা আমি খুব ভয় পাই। ' উত্তরটা শোনার পর আমি বেশ কিছুক্ষণ ভাবলাম, সত্যিই তো, আমার সামনে দিব্যি একজন মিথ্যা কথা বলছে, আমি সেটা জানি...প্রতিবাদ করার সুযোগ নেই আবার ব্যাপারটা মেনে নেওয়াও সম্ভব না, সেই মুহূর্তে তার প্রতি আমার যে তীব্র ঘৃণা জন্মাবে সেটা কখন যাবে কিংবা আদৌ চলে যাবে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান।

উত্তরটা আসলে যথার্থ ই ছিল... যাই হোক, সেই আর. জে'র উত্তর সম্পর্কে আপনাদের কী ধারণা জানালে ভাল লাগবে। আর সেই প্রশ্নটা তো সবার জন্যই উন্মুক্ত থাকল, 'আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পান?' বি.দ্র: আমি এটা অনেক আগে শুনেছিলাম, তাই আর. জে'র উক্তিটা বোধহয় হুবহু দিতে পারিনি, তবে মূল বক্তব্য একই আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.