আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হলো রিমঝিম বৃষ্টি ঝরা...



অবশেষে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে বর্ষায় এ ভূখণ্ডে বৃষ্টি বয়ে আনা মৌসুমী বায়ু। মঙ্গলবার কমবেশি বৃষ্টি হয়েছে দেশের অনেক স্থানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকেই দেশের অনেক স্থানে আকাশ কালো করে মেঘ জমতে থাকে। রাজধানীতে আকাশ ভারী হয়ে ছিল সকাল থেকেই।

বিভিন্ন স্থানে বিকালের আগেই বৃষ্টি নেমে আসে। সন্ধ্যা পর্যন্তও ছিল বৃষ্টির রেশ। অফিস ফেরত অনেকেই বৃষ্টিস্নাত হলেও হয়ত বিরক্ত হননি। বরং অনেক প্রতীক্ষার পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। এবারের বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টির পরিমাণ ছিল কম।

আষাঢ়ের প্রথমভাগ প্রায় পেরিয়ে গেলেও দেখা পাওয়া যাচ্ছিল না বৃষ্টির। এ সময়টাতে আকাশ ছিল অনেকটা শরতের মতো নীল। মূলত দুর্বল মৌসুমি বায়ু প্রবাহের কারণেই বৃষ্টি কম হয়েছে। একারণে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ভ্যাপসা গরম ও বাতাসে জ্বলীয় বাষ্পের আধিক্যের কারণে হাঁসফাঁস করে মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক মঙ্গলবার বলেন, “বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ কারণে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এটি অব্যাহত থাকবে। ” আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত। এছাড়া রাজশাহীতে ৮৬, যশোরে ৬০, কক্সবাজারে ৪৫, সিলেটে ৪০ ও খুলনায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার বিকাল ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতক্ষীরায় ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রাঙামাটিতে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তথ্যসুত্র: বিডিনিউজ২৪.কম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.