আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তাপত্রঃ ফিউ ফাইভ আর আলেকজান্ডার পেনড্রাইভ

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

[মডুরা আবার ব্যান কইরেন না। এইটা অতিশয় ভদ্র পোস্ট আর নিতান্ত সাধারণ চিন্তাপত্র। ] ভূমিকাঃ সামু ছাড়া বাইরের ব্লগেও আমি দেখেছি য়ালেকজান্ডার পেনড্রাইভকে নিয়ে হাসাহাসি করতে। আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝেই তার সেই যুগান্তকারী পোস্ট থেকে ঘুরে আসি।

৬৩৩ ক্রস করছে। এখনো থামে নি। চলছে। হঠাৎ করেই, তার সেই পোস্টের উপর আগ্রহ হারিয়ে আমার আগ্রহ পড়ল ব্যক্তি আলেকজেন্ডার পেনড্রাইভের উপর। চিন্তাপত্রঃ আমি ভাবি, যে কোন ব্লগে এত এত কমেন্ট পায়, মাইনাস যতই হোক, সে প্লাসও পাইছে কিছু, সে ব্লগ ছেড়ে যেতে পারে না।

আলেকজেন্ডার পেনড্রাইভ বোধহয় আমাদের মধ্যেই আছে। অন্য কোন নাম নিয়ে, অন্য কোন স্টাইলে সে এখনও ব্লগিং করে। হতে পারে আমাদের খুব কাছের কেউ, অথচ আসলে সেই হয়ত এই আলেকজেন্ডার পেনড্রাইভ। আমার ধারণা, এই লোক সায়েন্স সাবজেক্টের না। কারণ, ফিজিক্স পড়ে কম্পুটার ডিপার্টমেন্টে জাফর স্যারের ঢুকা নিয়ে তার চিন্তার শেষ নাই।

আমার ধারণা, এই লোক প্রবাসী। খুব সম্ভবত মধ্যপ্রাচ্যের কোন দেশে থাকে। নইলে, দেশের এমন এক জন সম্পর্কে কিছু বলতে হলে নিশ্চয়ই রেফারেন্স দিত যে, আমার অমুক বন্ধুর সাথে জাফর ইকবাল অমুক করছে বা অমুক দিন জাফর ইকবালকে অমুক জিনিস করতে দেখেছি। অথবা, অমুক তমুক (নয়াদিগন্ত) পেপারের কাটিং। কিছুত দিতই।

এখনকার পরিচিত ছাগুদের মাঝেই সে থাকবে। তবে, আমি মনে করি সে সরব ছাগু না। নিশ্চয়ই তার শিক্ষা হইছে। মাঝে মাঝে হুটহাট মগবাজারের দালালী করে যেসব পোস্ট আসে, সেগুলোর কোন একটার মালিক হতে পারে আলেকজেন্ডার। আমি গুগলে অনেক সার্চ দিলাম যে আলেকজেন্ডার ডেনড্রাইট নামের আদৌ কেউ ছিল নাকি।

নাহ, এই নামের কাউকে পেলাম না। যদি এই নামের কোন মনিষী বা বিজ্ঞানীকে পাওয়া যেত, তাহলে আমাদের পেনড্রাইভের মনমানসিকতা কিছুটা বুঝা যেত। সবাই মনে মনে আলেকজেন্ডার পেনড্রাইভকে খুঁজতে থাকেন। সে কিন্তু এখনও আসে। গত ১৬ই জুন তাকে দেখেছি।

তার অন্য নিকগুলা খুঁজে বের করা দরকার। লিখা শেষ করতে ইছা করতেছে না, তাই আরেকজনের কাহিনী টানি। ভূমিকাঃ পুরানো কিছু ব্লগে ঘুরতেছিলাম, হঠাত করেই কিছু ব্লগের কমেন্টে দেখি ফিউ ফাইভকে নিয়ে মহা চেঁচামিচি। আবার দেখি একটা পোস্ট, ঐখানে লেখা যে সেই লেখক নাকি ফিউ ফাইভকে বর্জন করল। আর, নামী দামী অনেক ব্লগারই তার সেই পোস্টে সিদ্ধান্ত জানাল।

ফিউ ফাইভের কথা অনেক কমেন্টেই অনেক দিন ধরে পাই, কিন্তু, তাকে নিজেকে সামনে আসতে দেখি স্বপ্নজয়ের মা বিষয়ক সংকলন পোস্টে। ব্যক্তিগত ভাবে, ফিউ ফাইভের সাথে আমার কোনই ইন্টার কানেকশন নাই। তবে, আমি দেখি যে সে সাধারণত মডুদের মুখপাত্র হিসেবেই কথা বলে। আসলে বোধহয় মডু না, রেসিডেন্টদের মুখপাত্র। সে যে আসলে কে, সেইটা নিয়ে নতুন পুরাতন সবারই অতিশয় আগ্রহ, শুধু এই নিকের মালিক বাদে ।

চিন্তাপত্রঃ আমার মনে হল, এই ব্যক্তি যেই হোক না কেন সে নিশ্চয়ই নিজের নামে ব্লগিং করে। হতে পারে সেটা আমাদেরই পরিচিত কেউ। সে খুব চালাকি করে নিজেকে লুকিয়ে রেখেছে। কিন্তু, একবার দেখি সে নিজেকে এ টিমের সদস্য হিসেবে দাবী করে। পরে, এ টিমেরআসল সদস্যরা এ ব্যাপারে দ্বিমত জানায়।

এ টিম যখন গঠন করা হয়, তখন আমি ছিলাম না। কিন্তু, পুরানো পোস্টগুলাতে কাহিনী শুনেছি অনেক। ফিউ ফাইভের কথা কী শুধুই স্লিপ অব টাং ছিল ????? নাকি, সে ব্যক্তি হিসেবে এ টিমের সদস্য ছিল, আর ওই মুহূর্তে সে সেটা হাত ফসকে বলে দেয় !! আবার, এও মনে হয়, হয়ত কয়েকজন রেসিডেন্ট সম্মিলিত ভাবে এই নিকটি চালায়, যাদের কমপক্ষে একজন পাবলিশিং এর কাজে জড়িত, মানে হতে পারে সাংবাদিক। আর, একজন হলেও হয়ত এ টিমের কেউ এই দলে থাকতেও পারে। এ টিমের কারও এখানে পিছে লাগার কিছু নাই।

আমি জাস্ট একটা সম্ভাবনার কথা বলছি। তাকে কী আরও একটু স্পেসিফিক করা যায়? লাবণ্যপ্রভা গল্পকারের পোস্টের কথা মনে আছে? ঐখানে সম্ভবত ফিউ ফাইভ নিজের সত্যিকারের নিকেও প্লাস দিয়ে থাকবে। তবে, ওখানে কমেন্ট করেছে কী না বলতে পারছিনা। ফিউ ফাইভ নামের অর্থ কী? কোন ধরণের চিন্তা কাজ করছিল এই নাম দেয়া পিছে? পাঁচজন রেসিডেন্ট চালান এই নিক ???? পাঁচজন? হতেও পারে। কী জানি।

বিশেষ দ্রষ্টব্যঃ এইখানে কিন্তুক কাউরে পঁচাই নাই। কারও ভাল বা খারাপও তুলে ধরি নাই। শুধু তাদের কথা আসলে এত আলোচনা হয় বলে, তাদের সম্পর্কে যেটা মনে হল তাই-ই লিখে দিলাম। কেউ আবার মনে কষ্ট নিয়েন না।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.