আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর জন্য তাতক্ষণিক ছড়া (তাতক্ষণিক বানান ভুল লিখার জন্য দুঃখিত)

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

বহুবার ব্লগ বন্ধুরে বল্লাম এগুলা তুমি নিজের ব্লগে দিয়া দাও, সে রাজি হয় না- তার না কি শরম করে.......নেটে গপসপ করতে করতে তারে উপহার হিসেবে দিছিলাম এই ইনস্ট্যান্ট মজাগুলা। ১. তুমি যখন পাতায় পাতায় আমি তখন শিরায় তোমার আমার প্রেম ছিল না বুঝেছি অনেক যাতনায় ২. ভদ্রবেশী ভন্ডতে ভরে যাচ্ছে দুনিয়া কি লাভ আর হবে বলো প্রেমের কথা শুনিয়া?? ৩. লিখতে জানো বলতে জানো, তোমরা অনেক সাংস্কৃতিক কেউ জানে না কোথায় তোমার অন্ধকার কোথায় তুমি কতটা Sick পুরুষ হয়েছো খেলেছো অনেক মানুষ হসনি দু'চোখে তাকিয় দেখ ৪. তুমি সুদর্শন তুমি প্রচলিত ভালো ছেলে তোমায় দেখলেই নারীরা পড়ে হেলে এমন ভাবনা নিয়ে চলো দিনমান জানলে না প্রেম জানলে না ভালোবাসা পেলে না "মানুষ" হবার সম্মান ৫. তোমার আছে শতেক ছলচাতুরি, আছে হাজার কথার ফুলঝুরি মিথ্যার মাঝে তোমার চেতনার লুপ্ততা বারোমাস তুমি জানলে না সত্যের সাথে কিভাবে করতে হয় প্রিয় সহ-বাস


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।