আমাদের কথা খুঁজে নিন

   

মাছটি কার ?

ব্লাডঃ এবি নেগেটিভ।

প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জানালার ধারে বসে আছি। একবার মনিটরে একবার খালের দিকে দৃষ্টি যাচ্ছে। এই বৃষ্টিতে খালে মাছ ধরছে দুই সৌখিন জেলে।

দুজনের জাল পাশাপাশি- প্রায় লাগানো। দুজনেই একই সময়ে জাল উঠাচ্ছে। দুজনের জালই ৩/৪ ফুট পানির উপরে। ঠিক এই সময় ইইইয়া বড় একটা কাতল মাছ একজনের জাল থেকে লাফিয়ে অন্য জনের জালে গিয়ে পড়ল। দৃশ্যটা দেখে আমার সে-কী হাসি।

এই বৃষ্টিতে অন্য কেউও পাশে নাই। দুজনের সে-কী ঝগড়া ! অগত্যা বিচারের ভার পড়ল আমারই উপর। আমি রায় দিলাম- মাছটা আমার। আপনারা কী বলেন ? আমার সচিত্র অপকর্মগুলি . . . (৪)( কয়েকটা ছবি সম্ভবতঃ প্রাপ্ত বয়স্কদের জন্য )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।