আমাদের কথা খুঁজে নিন

   

অভিশাপ,,,,,,,,,,,,



আজ তোমাকে শোনাবো না কোন কবিতা বা গান আজ তোমাকে দেবা না কোন গোলাপ বা গন্ধরাজ আজ তোমাকে দেবো একটি কষ্ট উপহার কষ্টটা কি জানো??? তুমি জানবে কি ভাবে?? কষ্টকি কি তুমি বুঝবে কিভাবে কোনদিন কি কারো কষ্ট তোমাকে ছুয়েছে তোমাকে কাদিয়েঁছে?? তুমি বাস করো সুখের প্রাসাদে তোমার পদতলে পরে থাকে ভালোবাসার নাম করা ভ্রমরেরা তারা মধু খেয়ে চলে যায় তুমি বুঝতেও পারো না।। তুমি আমাকেও ভেবেছো তাদের ই মতো ভেবেছো আমিও তোমার সুধা পান করে চল যাবো অন্য কোন ফুলের কাছে তুমি হয়তো ভূলে গেছো সব ফুলে মধু থাকেনা কাটা ও থাকে।। ভালোবসার কষ্টকি আমি তোমাকে বোঝাতে চাই আমি তোমাকে জানাতে চাই ভালোবাসা মধু না ভালোবাসা, একটি দিব্য সত্য একটি উজ্জল তারা যার আলোতে তুমি বাচতে পারো হাজার হাজার বছর যার আলোতে তুমি ভরাতে পারো তোমার আলোহীন অন্ধকার জীবন।। আমি চলে গেলেই তুমি বুঝবে কষ্ট কাকে বলে আমি তোমার চোখে দিয়ে গেলাম আমাকে খোজার যন্ত্রনা আমাকে ভুলতে না পারার অভিশাপ তাতেই যদি তুমি বোঝো আমাকে আর আমার ভালোবাসাকে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।