আমাদের কথা খুঁজে নিন

   

কামনা

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

আমি উন্মুক্ত আকাশের নীচে বাস করি একটি শ্যামল গ্রামের মধ্যে। সহজ, সরল লোকের মাঝে, আত্মম্ভর অভিলাষ নিয়ে। আমরা সরল জীবনের অধিকারী, বেঁচে থাকতে প্রয়োজন হয় না বিলাসীতার। অভাবের মাঝ থেকেই সুখের স্বপ্ন বুনি চোখে; হঠাৎ দমকা বাতাসে নিশ্চিহ্ন হয়ে যায় স্বপ্নগুলি। তবুও হৃদয় গভীরে থেকে যায় কিছু স্বপ্ন, উজ্জ্বল দিনের আশার জেগে উঠবে বলে......... কৃষ্ণ, সোনালী মুখে উপচে পড়বে হাসির বন্যা। আমরা ভুলে যাব সব দুঃখ, ব্যাথা- বেদনা; মোদের দুঃখময় জীবনে এটাই থাকে আত্মার কামনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।