আমাদের কথা খুঁজে নিন

   

ফারাক্কা বাঁধ তৈরী হলো ১৯৭৫-এ। বাংলাদেশের উত্তরবংগ শুকিয়ে হলো মরুভুমি



রবিন্দ্রনাথের বিভিন্ন গল্পে, নজরুলের কবিতায়, শরতচন্দ্রের সাহিত্যকর্মে বাংলাদেশের নদনদীর বিভিন্ন গল্প পড়েছি। নদীর আবহমান রুপবৈচিত্র, শিল্প বানিজ্যের প্রসারে নদীর ব্যভার ও প্রয়োজনীয়তা, বন্দরের কমব্যস্ততা, বন্দরনগরীর বেড়েউঠা, নদী ও প্রকৃতির সাবলীল বর্ননা ইত্যাদি ছিল বিভিন্ন লেখায়। এখন এগুলো সব স্বৃতি আর কালের স্বাক্ষী। ফারাক্কা বাঁধ তৈরী হলো ১৯৭৫-এ। বাংলাদেশের উত্তরবংগ শুকিয়ে হলো মরুভুমি।

নদীগুলো হলো খাল আর নর্দমায়। সাহিত্যকর্মে হারিয়ে গেলো নদীর উম্মাদনা। মনে পড়ে, ছোট বেলার সেই পদ্মার পাড়ের মামাবাড়ির বেড়ানোর উত্তেজনা। বুকভরা থৈ থৈ পানির যৌবনময়ী আবেদন। ৭১ এর যুদ্ধের সময় নৌকা দিয়ে এই নদী পার হয়ে কতবার কত বন্দরে গিয়েছি, মনে নেই।

এরপর যখন বুদ্ধি হলো, সেই পদ্মায় গিয়ে দেখলাম বিরাট বালুচর, জীর্নশীর্ন শুকিয়ে যাওয়া স্রোতস্বীনিকে। একবার মনে পড়ে, হেটেই পার হলাম বিরাট পদ্মার এপাড় থেকে ওপাড়। মনটাই খারাপ হয়ে গিয়েছিলো। জানলাম এখন আর পদ্মায় পানি থাকেনা ফারাক্কার কারনে। পুরো উত্তর বংগের নদীগুলোর একই অবস্হা।

ফারাক্কার কারনে বুড়িগংগাও শুকিয়ে গালো। নারায়ন গন্জ আর বদর রইল না। ঢাকার চারপাশের নদী শুকিয়ে গালো। ভুমিখোরেরা দখল করে নিলো নদীর প্রশ্বস্হ বালুচর এলাকা। যখন মনের মাঝে এই সুখসৃতিগুলো দুঃখ দেই তখন পিনাক দাদার কথা খুব রাগ ধরাই আর আমাদের মন্ত্রিদের প্রতি ঘেন্না জন্মে।

কি ছিলো আমাদের দেশ আর কি হলো। ওয়াশিংটন পোস্টের মন্তব্য হব হু তুলে দিলাম: Defying international law and disregarding the rights of the lower riparian country, India built a dam in 1975 on the Ganges River just 11 miles from the border of Bangladesh. The dam diverted Ganges water into India’s Hugli River, causing tremendous hardship to Bangladesh. As Washington Post staff writer Kenneth Cooper recently observed: “India’s Farraka dam added a man-made disaster to the natural ones that routinely beset Bangladesh.” Ever since India diverted the waters to its side of the border the Bangladesh side has been devastated. According to independent observers, the dam has put a serious strain on many aspects of Bangladeshi daily life, from rice paddies and paper mills to river ferries and water wells. One researcher estimates that the water diversion causes annual losses of more than $4 billion in “one of the world’s poorest countries.” The Washington Post report noted that “some villagers have to dig wells as deep as 200 feet to obtain drinking water.” Silt has been the main problem throughout the entire Ganges River delta on both sides of the border. However, the arbitrary building of the Farraka dam has caused untold misery to thousands of people who depend on Ganges waters. Over the past 25 to 30 years, the dam also has ruined the region’s ecology. Experts estimate that it will take 50 to 60 years to repair environmental damage, and that will require great effort and extensive international assistance. ফারাক্ক বাধ আমাদের দেশের, সমাজের এবং পরিবারের সর্বনাশ করেছে। এরপরও আমাদের কৃষককুল কষ্ট করে ফসল ফলিয়ে যাচ্ছে আর আমাদের ক্ষুধা মিটাচ্ছে। তাই হয়ত এখন আমি ব্লগ লিখতে পারছি। এই যখন দেশের হালচাল তখন কি করে টিপাইমুখী বাধ আমরা মেনে নেই, আমি বুঝতে পারিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.