আমাদের কথা খুঁজে নিন

   

আবোল-তাবোল

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর
ভয় পেয়ো না ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মার্‌ব না – সত্যি বলছি কুস্তি ক’রে তোমার সঙ্গে পার্‌ব না। মন্‌টা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগ্‌টি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই! মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না – জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না? এস এস গর্তে এস, বাস ক’রে যাও চারটি দিন, আদর ক’রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাক্‌বে না? মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমায় লাগ্‌বে না। অভয় দিচ্ছি, শুন্‌ছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা? বস্‌লে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা! ........................... ........................... সুকুমার রায়
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।