আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রাণন চতুর্থ সংখ্যা: নবীন প্রাণের গান

শাদা পরচুল অন্ধকার

বন্ধুরা, আবারো প্রকাশিত হল অনুপ্রাণন। ২০১২ সালের নভেম্বরে সংক্ষিপ্ত কলেবরে যাত্রা শুরু করা অনুপ্রাণনের এটি চতুর্থ সংখ্যা। দীর্ঘ এক বছর পত্রিকাটি চলার পথে যেসকল লেখক পাঠক এবং বন্ধুস্থানীয় লোকের শুভকামনা পেয়েছে তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায়। এবারের সংখ্যা প্রবন্ধ, কবিতা, গল্প, বুক রিভিউ, পরিচিতি সবকিছু নিয়ে পুরোপুরি তৈরি নিজেকে মেলে ধরবার জন্যে। সবাইকে জানাতে চাই অনুপ্রাণনে এবার কি কি আছে।

প্রবন্ধ এবারে মোট প্রবন্ধ আছে সাতটি। শ্রদ্ধেয় কবি নুরূল হুদা লিখেছেন উত্তর রৈবিক আধুনিকতার পঞ্চপাণ্ডবের অন্যতম বুদ্ধদেব বসু'র অনুবাদ প্রসঙ্গে। লোকবাংলার ভাবান্দোলনের স্বরূপ ও মরমী কবি জালালউদ্দিন খাঁর গীত বিষয়ে লিখেছেন কবি ও প্রাবন্ধিক সেলিম তাহের। প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন লিখেছেন স্পেনে (প্রচলিত) রবীন্দ্রচর্চার প্রসারে বাসকোনসেলোস এর ভূমিকা প্রসঙ্গে। কবি শশী হক এর প্রবন্ধে এসেছে লালন দর্শনের সার কথা নিয়ে আলোচনা।

অনুপম হাসান এর প্রবন্ধে এসেছে কথাসাহিত্যিক মামুন হোসাইন এর তিনটি গল্পের বিশ্লেষণ। গল্প তিনটি সমসাময়িক সামাজিক অসঙ্গতির প্রেক্ষাপটে রচিত। গল্পকার সোলায়মান সুমন লিখেছেন নরেন্দ্রনাথ মিত্রের নন্দনবোধে বাঙালি মধ্যবিত্তের অবস্থান প্রসঙ্গে। এসব প্রবন্ধের সাথে সাথে আরো থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ঢাকার অদূরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন খেলারামদাতার মন্দির নিয়ে ড. মো. আতাউর রহমান ও মো. আদনান আরিফ সালিম এর প্রবন্ধ। সম্প্রতি সেখানে সংরক্ষণ ও পুনরানায়ন কাজ চলছে।

এ কার্যক্রম বিষয়ক আলোচনা গণমাধ্যমের মধ্যে অনুপ্রাণনেই প্রথম প্রকাশিত হচ্ছে। আশা করছি বৈচিত্র্যময় এ প্রবন্ধগুলো পূর্বের মত এবারো সবার ভাল লাগবে। গল্প অনুপ্রাণনের প্রতি সংখ্যাতেই তরুণ ও নবীন লেখকদের প্রাধান্য থাকে। এবারেও তার ব্যতিক্রম হয় নি। এবারে অনুপ্রাণনের সংখ্যায় প্রচুর গল্প রয়েছে যার কারণে একে গল্প সংখ্যা বললেও খুব একটা ভুল হবে না।

এবারের অনু্প্রাণনে একটি বিশেষ দিক দুই জন নির্বাচিত গল্পকারের গল্প নিয়ে রয়েছে আলোচনা, যা লিটল ম্যাগ চর্চার ইতিহাসে খুব একটা দেখা যায় না। নির্বাচিত তরুণ গল্পকারদ্বয় হলেন সাগর রহমান এবং হাসান মাহবুব। তাদের গল্প নিয়ে আলোচনা করেছেন যথাক্রমে কথাসাহিত্যিক রেজা নূর এবং কবি হানিফ রাশেদীন। নির্বাচিত গল্প ছাড়াও আরো রয়েছে গল্পকার কামরুল হাসান, জুলিয়ান সিদ্দিকী, রেজা নুর, অমল রজক, কুমার দীপ, সুলতানা শাহরিয়া পিউ, রাবেয়া রব্বানি, জেবুননেসা হেলেন, আশিক রেজা, ইমরান মাহফুজ, সবুজ ওয়াহিদ, সোলায়মান সুমন, মাহমুদ ইমরান, স.ম. শামসুল আলম, দীপন জুবায়ের, জিনজির এর গল্প। এসব গল্পকারদের বেশিরভাগই তরুণ এবং বহুল শ্রুত নন।

তবুও তাদের মানসম্পন্ন লেখাই অনুপ্রাণনের আশার পালে জুগিয়েছে দখিন হাওয়া। তিনটি অনুগল্প ও সংকলিত হয়েছে এবার। লিখেছেন অঞ্জন আচার্য, মেহেরাজ শারমিন এবং নাজমিন সুলতানা। কবিতা অনুপ্রাণন সবসময়ই কবি ও কবিতার প্রতি প্রদর্শন করে এসেছে মধুর পক্ষপাত। আর তাই অনুপ্রাণনেই আমরা দেখতে পাই নির্বাচিত কবির কবিতা ও তার সাথে আলোচনা।

তরুণ কবিদের কবিতা নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করছেন তরুণ কবিরাই। বিষয়টি আশার। এবারের অনুপ্রাণনে রয়েছে সাত জন কবির নির্বাচিত দশটি করে কবিতা। নির্বাচিত কবিগণ হলেন: ইয়াসির আজিজ, মনির ইউসুফ, কবির য়াহমদ, কুহক মাহমুদ, রেজওয়ান তানিম, শামীম হোসেন এবং রবিউল মানিক। আর এই সকল কবিদের কবিতা নিয়ে আলোচনা করেছেন যথাক্রমে আলোচক: বাপ্পী জোয়ার্দ্দার, আসাদুল্লাহ্, রেজওয়ান তানিম, সরসিজ আলীম, স্কাইলাস, সরদার মেরাজ, আবীর মামুদ এবং আন্না পুনম নির্বাচিত কবিদের কবিতা ছাড়াও রয়েছে দুটি ও একটি করে কবিতা।

দুটি কবিতা বিভাগে লিখেছেন মাসুদ পথিক, নিবিড় রাহমান, শাকিলা তুবা, শিশির আজম, শামীম সাঈদ, শেখর দেব, শেখ মেহেদী, পাভেল আল ইমরান, আমিরুল বাসার, হাসনাত শোয়েব। একটি করে কবিতা রয়েছে আন্না পুনম, চৈতি আহমেদ, বিলকিস আরা ক্ষমা, মুহাম্মদ আমানুল্লাহ, শিবলী শাহেদ, মোহাম্মদ আন্ওয়ারুল কবীর, ক্যামেলিয়া আহমেদ, কাজী ফাতেমা ছবি, পলিয়ার ওয়াহিদ, সীমান্ত পথিক, শারমিন সিনহা অদ্রি, শামীম আরা চৌধুরী, কালপুরুষ এর। অনুপ্রাণন এর গ্রুপ ও পেইজে যারা নিয়মিত লেখালেখি করেন তাদের কিছু কবিতাও সংকলিত হয়েছে এবারের সংখ্যায়। নির্বাচিত কবিগণ হলেন- হরি শংকর রায়, রোখশানা রফিক, জেবু নজরুল ইসলাম, সরোয়ার জাহান ও মালিহা হক অনুবাদ অনুবাদ গল্প ও কবিতা অনুপ্রাণনের বরাবরের আগ্রহের বিষয়। এবারে অনুবাদ গল্পে রয়েছে ভারতের ইংরেজী ভাষী লেখিকা আতিয়া হোসেন এর একটি গল্প।

অনুবাদ কবিতায় রয়েছে মনসুর আজিজ অনূদিত শি জিমো'র কবিতা, যুবক অনার্যের অনূদিত চারজন কবির কবিতা এবং আব্দুর রাজ্জাক অনূদিত কাহলিল জিবরান এর কবিতা। অন্যান্য এ ছাড়াও অনুপ্রাণনের এবারের সংখ্যায় রয়েছে ম্যাগ আলোচনা, বই আলোচনা, বই পরিচিতি, রামপাল বিদ্যুৎ প্রকল্প বিষয়ে রিপোর্ট প্রভৃতি। আশা করা যাচ্ছে পূর্ববর্তী সংখ্যাগুলোর মত অনুপ্রাণন এবারেও পাঠকচিত্ত জয়ে সক্ষম হবে। যারা অনুপ্রাণন সংগ্রহে আগ্রহী তাদেরকে জানাতে চাই কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন এ পাওয়া যাচ্ছে অনুপ্রাণন নিজস্ব বিক্রয়কেন্দ্র বি- ৬৪ অনুপ্রাণন এ। যারা ঢাকার বাইরে অবস্থান করছেন তারা ঠিকানা ও চাহিদা জানিয়ে দিন।

মেইল করুন। ফোন করুন। এসএমএস করুন। ০১৯১৯৫২০৪৭৩, . ১৬ ফর্মার অনুপ্রাণন প্রতিটি সংখ্যার মূল্যই ৫০ টাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।