আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রাণন

পুরানো ঢাকায় বসবাস আর বেড়ে ওঠা যৌথ পরিবারে। ঠিক কখন কবিতা আমার প্রেমিকা হয়ে ওঠে জানি না। কবিতা ভালোবাসি জানি এই ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল। মাঝখানের সময়টুকুতে ভালোবাসি মানুষ, যার বিবেক আছে আর মানব শুধু সভ্য নয় অসভ্য প্রাণের মাঝেও ক্লেদ জমে, এ ডাকে- ও ডাকে এসো ছায়াতলে। কোথাও যাবার তাড়া অনুভব করি না।

এই যে আশ্বিনের দিগন্ততন্ময়তার মাঝে জন্ম নিলো শিশু ‘অনুপ্রাণন’ তা’কে পৃথিবীর আলো দেখাতে কেনো ঠিক জানি না, আঙুলের মাঝে অনুভব করি আলতো ছোঁয়া। তাঁর আছে সবুজ মনের হাতকড়া, বাঁধনা পড়ানোর অভিলাষ। বিষাদ পাথরে আর নয় শুয়ে থাকা- বারুদ বালক। চপল বালিকা তুমি বিষণ্ণ অঞ্জনে জড়িও না আঁচলের খুঁট। দেখো গণতান্ত্রিক প্ররোচনায় রেখেছি বনবস্তির আগুন, নাক উঁচু সম্পাদকীয় ভাসিয়ে দিবো নদীর নামতায়।

মনে পুষে রাখিনি কোনো ধ্যান-জ্ঞানের অহমিকা, জুটিয়ে নিয়েছি আরো একটা কাজ, খড়কুটো জমা করা। এখন বিশ্বাস করি আমি না পারলেও কেউ না কেউ একদিন ঠিক আগুন জ্বালাবে। জানো তো, বাতাসে ভেসে যাওয়া শব্দের প্রতিধ্বনি উত্তরের তরঙ্গ হয়ে অনেক সময়ই ফিরে আসে না। তবু থেকে যায় প্রত্যাশা, সাড়া পাওয়ার। চারপাশে এত যে খবর, খবরেরও খবর বাজারে খৈ ফোঁটার মতো বাজিয়ে যাচ্ছে ভালো লাগা, মন্দ লাগা, দর্শন, নৈতিকতা, জিজ্ঞাসা আর সব কিছু ছাপিয়ে একটা সহজ সরল সমীকরণ- বেঁচে থাকা।

তার মধ্যে কোথায় যেনো একটা গ্যাপ তৈরি হয়ে আছে যা শুধু মাত্র উপলব্ধির। আমরা হয়তো এই বিজ্ঞানের যুগে থ্রি ডাইমেনশন এর পাঁকে চক্রে পরে নিজেরাও রবোটিক আচরণ করছি। এই অনুল্লেখ্য জীবনের ছন্দময়তাকে ‘অনুপ্রাণন ’ উপজীব্য করবার জন্যে টেকনিক্যাল কচকচানিকে প্রাধান্য না দিয়ে খুব সাধারণের মাঝে অসাধারণ কিছু উপহার দেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছে। একঘেয়ে জীবনের মাঝে সৌন্দর্যকে শব্দের ঝুমঝুম পায়েলে ঠিক তোমার হৃদয়ে ধুকপুক আলোড়ন তুলে দিয়ে বলতে সাহায্য করাবো- আসলে বেঁচে থাকাটা নেহায়েৎ মন্দ নয়। এসো পত্রিকাটি পড়ি, অন্যকে পড়তে উৎসাহ দেই।

জগতের সকল প্রানী মঙ্গল কামনা করছি। =============== এবারের সংখ্যায় সদ্য প্রয়াত ইমন জুবায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তার লেখা একটি পোষ্ট করা সহ অনেক ব্লগারের প্রবন্ধ, গল্প, কবিতা ছাপা হয়েছে। তন্মধ্যে সরসিজ আলীম , হাসান মাহবুব , রেজওয়ান তানিম, জুলিয়ান সিদ্দিকী, নিথর শ্রাবণ শিহাব উল্লেখযোগ্য। আপনার সংখ্যাটি পেতে আমাদের সাথেই থাকুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।