আমাদের কথা খুঁজে নিন

   

সালমান খান

এক সুন্দর বাংলাদেশ দেখতে চাই

ছোটবেলায় যখন হিন্দি ফিল্ম দেখি তখন থেকেই আমি বলিউডের সালমান খান এর ভক্ত । বিশেষত তার মেয়নে পেয়ার কিয়া দেখে আমি খুবই আবিভুত হয়ে পরি । ১৯৮৯ এ তখন এই ছবিটার একটা হি্ট গান ছিল ...কবুতর যাহ...তখন সেটা শোনা যেত সবার মুখে মুখে । আমি সালমান খান এর খুবই ভক্ত । তার প্রতিটা ছবিই আমি দেখি ।

গুরুর কথা শিষ্য বলবে না তা কি কখনও হয় নাকি । তাই আমি খান সাহেবের অভিনয় জীবনের বাইরের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি । সালমান খান এর যতটা না অভিনয় তার থেকেও সুন্দর তার ব্যাক্তিতজীবন । দু একটা ছাড়া (ঘুমন্ত মানুসের উপর গাড়ি উঠায় দেওয়া ) তার বাইরের জীবন খুবই আশ্চযজনক যা অন্য কোন অভিনেতার জীবনে দেখা যায় না । খান সাহেবের একটা ‘সালমান খান ফাউন্ডেশন’ নামে একটা অর্থদানকারী সেবা প্রতিষ্টান রয়েছে যেখানে গরীব মানুষের বিভিন্ন ভাবে সাহায্য করা হয় ।

গানের রিয়েলিটিসো আমুল স্টার ভয়েস (ছটে উস্তাদ)এ তিনি একটা শিশুদের সেবাদানকারী প্রতিষ্টান কে তিন লাখ টাকা অনুদান দিয়েছেন এবং সেই সাথে তিনি দুইটা শিশুর পুরোপুরি চিকিত্তসার ব্যয়ভার গ্রহন করেন । এই ত কিছুদিন আগে এক মহিলা সালমানের বাড়িতে তার দুরদশার কথা জানিয়ে একটা চিঠি লিখেছিল । সেই চিঠিতে তিনি সালমানের কাছে একটা লেপটপ চেয়েছেন । কয়েকদিনপর সালমান খান নিজে লেপ্টপ নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে হাজির । বলিউডেও সালমান খান এর অবদান কম না ।

এমন কেউ নাই যে সালমান খান এর সাহচার্য নেয় নাই । সঞ্জায় লিলা বানশালি, ডেভিড দাওয়ান থেকে শুরু করে হিমেশ রেশমিয়া এমনকি শাহরুখ খানও মুমবাইয়ে বলিঊডে পা রাখার তাগিদে প্রথম এসে সালমানের বাড়িতে অবস্তান করেছিলেন । এক সময়ের নামি অভিনেতা গোবিন্দ কে ফিরিয়ে আনার কাজটি একমাত্র তিনিই করেছেন । সালমান খান এর শারীরিক সৌন্দর্যের কথা সবাই জানেন । তার ব্যায়ামে গড়া সুঠাম দেহ দেখে ৯০ এর শেষের দিকে তরুনদের মধে জিম করার একটা তাগিদ দেখা দেয় ।

আর এখন জিম ফিগার ছাড়া বলিউডে পা রাখার কথা কেউ চিন্তাই করে না যেটা সালমান করে এসেছেন ১৯৮৯ এ । বলিউডের তিনজ়ন অভিনেতার (শাহরুখ,আমিতাভ,ঐশ্বরিয়া) মোমের মুর্তি রয়েছে ইউ কের মাদাম তুশো জ়াদুঘরে । গত বছর সালমান খানও মোমের মুর্তি হিসেবে সেখানে ঠাই পায় । তো এই হচ্ছে সালমান খান । তার নেক্সট ফিল্ম গুলো হচ্ছে লন্ডন ডিরমস , মোষ্ট ওয়ানটেড ,বীর ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.