আমাদের কথা খুঁজে নিন

   

কদাকার কুৎসিত কেন এত

আকাশ ছোঁয়ার সপ্ন দেখি-------------- আকাশ ছোঁয়া সপ্ন

তুমি ছিলে সেই লগ্নে বিরহী বেলায় আস্তরাগের নিচের সেই সোনালী আলোয় উত্তরীয়র প্রান্ত ছোঁয়া কম্পিত বাতাসে চাহি ঊর্ধ্ব পানে রূজ্জ দৃপ্ত সৌম্য মূর্তিতে।। এঁকেছি সেই ছবি আমার নিভৃত মানশে রেখেছি একান্ত নিজস্ব কূঠুরীতে সুরক্ষিত যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত মনবিকাসে উড়েছি কল্পনার ফানুসে রঙ্গে রঙ্গে রঙ্গিন।। কেন জানিনা আমার স্বাভাবিকতায় আমি ছিলাম বড় আস্থাময় প্রশান্ত বিকেলের লয়ে ধীর পদে এসেছিলাম গোধুলীর মিলন বেলায় চারিদিকে ছঁড়িয়ে আমার আন্তর নিহীত সুবাস।। কদাকার কুৎসিত কেন এত বিভৎসতা নর্দমার কীটগুলোকে মনে হয় আনেক নির্মল পবিত্র। ওদের আবাস সেথা সেখানেই তারা তাদের মতই মুখোশ থাকেনা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।