আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া স্বাধীনতার ঘোষক.............হু হা হা।

ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন।

স্বাধীনতা এতো সহজ, একজন মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয়ে যায়! এদেশটা কী আবালদের! তারা কোনও দেশের স্বাধীনতার ইতিহাস দেখে না। আসলে সমস্যাটা করেছে আওয়ামী লীগ নেতা মিজান চৌধুরী সহ কয়েকজন। স্বাধীনতার মধ্যেই মিলিটারি আইনে জিয়ার বিচার হওয়ার কথা ছিল_ ওই হারামজাদা প্রথমে কেন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিল সে কারণে।

জিয়ার পোষ্যদের শুনতে ভালো লাগবে না- যেই ঘোষণায় সে নিজেকে রাষ্ট্রপতি বলেছে সেখানেও মুজিবের নাম নিয়েছে। সেখানেও ‌'আওয়ার গ্রেট লিডার বলেছে। পরের ঘোষণাতো ক্লিয়ার। স্বাধীনতা যুদ্ধকালেই জেনারেল ওসমানী এই উচ্চাকাঙ্খী বেয়াদবের বিচার করতে চেয়েছিল। সাহস কত, হারামজাদা নিজেরে বলে রাষ্ট্রপতি! আর তার এই পাঠকে ঘোষণা বলে ছাগলেরা আজও লাফায়।

আগামীতেও লাফাবে। কারণ এটা বিক্রি করেই মওদুদের মতো কিছু বেশরম, বেশ্যা রাজনীতিক তাদের ব্যাবসা চালিয়ে যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.