আমাদের কথা খুঁজে নিন

   

আর্সেনালে যাচ্ছেন ওজিল?

বিবিসি স্পোর্ট জানিয়েছে, ওজিলকে নিয়ে রিয়ালের সঙ্গে সমঝোতার অনেক কাছাকাছি পৌঁছে গেছে লন্ডনের দলটি। তবে চুড়ান্ত সিদ্ধান্তের আগে চিকিৎসকেরা সোমবার জার্মানিতে ওজিলের স্বাস্থ্য পরীক্ষা করবেন। জাতীয় দলে খেলতে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় এখন সেখানেই আছেন।
সব শর্ত পূরণ শেষে আর্সেনালে পাড়ি জমালে ওজিল হবেন ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। পূর্বের রেকর্ডটি ছিল দেড় কোটি পাউন্ডের।

২০০৯ সালে জেনিত সেন্ট পিটার্সবেগ থেকে আন্দ্রে আরশাভিনকে কিনতে ঐ পরিমাণ অর্থ খরচ করেছিল দলটি।
২০১০ সালে ভার্ডার ব্রেমেন থেকে এক কোটি ২৪ লাখ পাউন্ডের বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন তুর্কি বংশোদ্ভূত ওজিল। এরপর দলের হয়ে ১৫৫ টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া জার্মানির হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ১৪টি।
এ মৌসুমের দলবদলের সময়সীমা সোমবার ব্রিটিশ সময় রাত ১১টা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.