আমাদের কথা খুঁজে নিন

   

ফাইভ কোয়ার্টার্স অফ দ্য অরেঞ্জ



গেলো হপ্তায় জোয়ানে'র আরো একটা বই পড়লাম, তুলনামূলকভাবে বাকি বইগুলোর চেয়ে একটু ডার্কার থিমের, অবশ্য চকোলাতও ডার্ক ছাপমারা ছিলো। (বাংলায় এই ডার্ক থিমের কোন আলাদা নাম আছে?)। ফাইভ কোয়ার্টার্স অফ দ্য অরেঞ্জ পড়তে গিয়ে একটা জায়গায় এমন চমকেছি, কেমন করে একটা কাল্পনিক চরিত্রের কাল্পনিক কোন চরিত্র এমনভাবে বাস্তবে রূপ নিতে পারে? সম্ভব কেমনে? বইটার প্রায় মাঝামাঝিতে পাওয়া সেই ঘটনাটা পড়ে আমি গোটা একটা দিন থ মেরে ছিলাম। ইচ্ছে করছিলো ওই চরিত্রটাকে এক্ষুণি ডেকে জানাই আমি জানি, 'আই হ্যাভ বিন দেয়ার' । জোয়ানে'র বাকি সব বইগুলার মতো এই বইটাতেও ফ্রান্সের লোকজ খাবারের অসাধারণ সব বর্ণনা, একদম সরাসরি কিছু বলা নাই যদিও, একটু স্বাদ, একটু গন্ধের আবেশ- এটুকুতেই আমাকে টাশকি খাইয়ে দেয়।

আমি গ্রামে থাকাটাকে মিস করি খুব, কিন্তু শহর ছেড়ে চলে যাওয়ার সাহসও নাই। যাই হোক গল্পে ফিরে যাই, গল্পটার শুরুটা খানিক বোরিং, আস্তে আস্তে জমে উঠেছিলো বেশ, কিন্তু শেষটা জমেনি তেমন। খুব ভালো একটা বই হতে হতে হয়নি, চকোলাত যেমন একটা প্রপার বই, ব্র্যাকবেরী ওয়াইনের যেমন একটা ক্লিশে হলেও চলে টাইপের এন্ডিং আছে, এই বইটাতে কি যেন একটা মিসিং মনে হয়েছে। তবে আমার জন্য ঠিক আছে, বই মানেই নতুন গল্প আমার কাছে, নতুন একটা জায়গা, নতুন কিছু লোক, নতুন একটা কালচার। সব মিলিয়ে পড়ার যোগ্য বই এইটা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.