আমাদের কথা খুঁজে নিন

   

ফিউশন ফাইভ



ফিউশন ফাইভ এর জন্য: ধমক দিয়ে কথা বলছেন কেন, আমি কি আপনার খাই নাকি। এটা ফাজলামো নয়। এটা জীবনের এক অন্ধকার সময়, এর পেছনে কে আছে খোঁজ নেন ভাল করে তারপরে কথা বলবেন। আর না হলে গোটাটা একবার পড়ুন, তারপরে মন্তব্য করুন, দলবাজি করবেন না। বুঝলেন।

নিচের এই অংশটি না দেখেই মন্তব্য করলেন কেন, খুব দরদ নাকি অন্ধ টান। আমার কী দুর্ভাগ্য দেখুন, শুধু আমার কর্মকান্ডের (রাষ্ট্রীয় সন্ত্রাস নির্যাতন, ধর্মীয় জঙ্গিবাদ আর দুর্নীতি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে অনুসন্ধানী খবর পরিবেশন) কারণে আমার শ্বশুরকে বিগত ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন না। শুধু কী তাই, তিনি যাতে স্বতস্ত্রভাবে নির্বাচন করতে না পারেন তার পথটিও বন্ধ করা হয়েছিল। একজন কোটিপতি ব্যবসায়িকে নমিনেশন দিলে তৃণমূলের নেতা-কর্মীরা আন্দোলনে নামেন এবং আন্দোলনের মুখে তাঁকে নমিনেশন দেয়া হয়। কিন্তু ওটা যে ছিল একটা কৌশল তা বোষা যায় তাঁকে চূড়ান্ত নমিনেশন না দেবার মধ্য দিয়ে।

অথচ ১৯৯১ সালের নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বর্তমানে রাজশাহী জেলা শাখা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক বিগত ৪২ বছর ধরে আওয়ামী লীগ ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে জীবনের আদর্শ হিসেবে গ্রগণ করে আসছেন। তিনি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এবং খুলনা জেলা আওয়ামী লীগ নেতা হারুনর অর রশিদ বহুল আলোচিত মাগুড়ার উপনির্বাচনে কারচুপি জালিয়াতির প্রমাণ সংগ্রহ করেছিলেন এবং রাজনৈতিক মামলায় হয়রাণির শিকার হন। আমার শ্বশুরই রাজশাহীতে প্রথম জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। একারণে তাঁকে এবং তাঁরই ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশাসহ রাজশাহীর চারজন সাংবাদিককে বাংলা ভাই ও তার বাহিনী প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু লোভনীয় অফার পেলেও কখনও আওয়ামী লীগ ছেড়ে যাননি অন্য কোন দলে।

যদিও যারা ফেরদৌস আহম্মেদ কোরেশীর সঙ্গে এবং ডিজিফআইয়ের সঙ্গে হাত মিলিয়ে সংস্কারপন্থি হবার পরও রাজশাহীতে আওয়ামী লীগের নমিনেশন পেয়েছেন এমন নজির আছে। শোনা যাচ্ছে, র্যাব, ডিজিএফআই, আর্মি এবং রাজশাহীর মাননীয় মেয়র মহোদয়ের চাপেই নাকি আমার শ্বশুরকে নমিনেশন দেয়া হয়নি। আমরা জানি না এটা সত্য কিনা। কিন্তু যদি সত্য হয় তবে এটা রাজনীতির জন্য শুভ নয়। যা ভবিষ্যতে আরও পরিস্কার হবে বলে আমার বিশ্বাস।

যাহোক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মানবাধিকার সংরক্ষণের জন্য জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমাদের প্রত্যাশা নতুন এই সরকার বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করবে। দেশের মানুষ আরও প্রত্যাশা করে, অতীতে র্যাবের হাতে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকান্ডগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে এই সরকার। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সরকারের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন, জেলহত্যা মামলার পুন:বিচার, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর এবং বিচার বহির্ভূত হত্যাকান্ডহ সকল হত্যা-নির্যাতন বন্ধ এবং এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। ৬.৭.২০০৯


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.