আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক : হাইকোর্ট



জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। রোববার হাইকোর্টের দেওয়া এক রায়ে এ কথা বলা হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়ে দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দেয়। বিগত বিএনপি জোট সরকার ২০০৪ সালে সরকারি নথিপত্রে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে। এর বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দায়ের করেন মুক্তিযোদ্ধা ড. এমএ সালাম। গত ২০ এপ্রিল বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি এম মমতাজউদ্দিন আহম্মেদের সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সরকারের বিরুদ্ধে রুল জারি করে-২০০৪ সালে স্বাধীনতা ঘোষণা স্মারক থেকে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম কেন সরানো হবে না? একই সঙ্গে আদালত সরকারকে কারণ দর্শাতে বলে, স্বাধীনতার ইতিহাস বিকৃতির বিষয়ে কেন কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না? স্বাধীনতা ঘোষণার স্মারক কমিটির সভাপতি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এম রেজাউল করিম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণদায়িত্বে। কমিটির অন্য সদস্যরা হলেন, মনিরুজ্জামান মিয়া, এমাজউদ্দিন আহম্মেদ. সিরাজুল ইসলাম, কেএম মহসিন, আবুল কালাম মঞ্জুর মোর্শেদ, জিয়াউদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার মইনুল হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।