আমাদের কথা খুঁজে নিন

   

আরব্য রজনী’র কথা .. .

...

আমাদের সময়ে হঠাৎ করেই আরব্য রজনী’র গল্পগুলো জনপ্রিয় হয়ে যায়। বিশেষ করে ডাবিংকৃত হিন্দী সিরিয়াল আলিফ লায়লা’র জন্য। আমার মনে আছে, রাতে যখন সিরিয়ালটি শুরু হতো- চারিদিকে হুড়োহুড়ি পড়ে যেত। এমনকি রোজার সময় অনেকেই তারাবির নামাজ ৮ রাকাত পড়তেন। একদিন লাইব্রেরিতে গেলাম কলম কিনতে ... শেলফে দেখলাম আরব্য রজনী’র রগরগে মলাটের মোটা একটি বই রাখা আছে।

মলাটের উপর লেখা --- বড়দের জন্য। আগ্রহ বেড়ে গেল, কিনতে হবে। কিন্তু কিনতে সংকোচ হচ্ছিল। আমি নেহায়েত বাচ্চা মানুষ, বইটি কেনার মতো বয়সতো হয়নিৃ .. . কি করা যায়? পরেরদিন কটকটে রোদ্রময় দুপুর বেলায় লাইব্রেরিতে হাজির হলাম, আশেপাশে কেউ নেই, লাইব্রেরিয়ান ছাড়া। সংকোচ ভেঙ্গে ৬৫ টাকা দিয়ে নিউজপ্রিন্টের বইটি কিনলাম।

সে সময় ৬৫ টাকা’র অনেক দাম। লাইব্রেরিয়নের গম্ভির দৃষ্টি আজও ভেসে উঠে। বইটি আকারে বড় ছিল, অন্য বইয়ের ভেতর লুকিয়ে পড়া যেত না। তাই রাত জেগে পড়েছি। .. সেই বইটি এক বড় ভাই দেখে ফেলে, পড়ার কথা বলে আর ফেরত দেয়নি।

হয়তো আমিও হাঁফ ছেড়ে বেঁচেছিলাম। বইটি লুকানো বেশ ঝামেলার ছিল। তাই বইটি আর ফেরত আনা হয়নি। এসবই অনেক পুরনো কথা। হঠাৎই মনে পড়ে গেল।

আজ ইন্টারনেটে The Arabian Nights-Entertainments বইটি পেয়ে গেলাম, ভাবলাম সবার সাথে শেয়ার করি। সেবা প্রকাশনীও বড়দের জন্য একটি সিরিজ বের করেছিল, দু-একটি পড়েছি, কিন্তু সম্পূর্ণ সিরিজটি সংগ্রহ করতে পারিনি। ইচ্ছে আছে সংগ্রহ করার The Arabian Nights-Entertainments ---- Soft Copy ---- http://online-bookcase.blogspot.com/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।