আমাদের কথা খুঁজে নিন

   

সমসাময়িক - WatchDog

সবাইকে শুভেচ্ছা...

দেশের চলমান রাজনৈতিক কাঠামো এবং এর ধারক-বাহকদের সাংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন না এনে ১/১১'কে আসামীর কাঠগড়ায় দাড় করানোর চেষ্টা অনেকটা বাংলা সিনেমার সস্তা সংলাপের মত শোনাচ্ছে। এ পর্য্যন্ত কোন রাজনীতিবিদকে দেখা যায়নি বিবেকের তাড়নায় নিজের অপরাধ না হোক, আন্তত ব্যর্থতার দায় স্বীকার করে রাজনীতি হতে সড়ে দাড়াতে। তাহলে আমাদের কি মেনে নিতে হবে গত ৩৮ বছর আমাদের রাজনীতিবিদ্‌দের নৈতিকতার কোন স্খলন ঘটেনি? বাংলাদেশের জনসংখ্যা ১৫০ মিলিয়ন এবং এর প্রাকৃ্তিক সম্পদ খুবই সীমিত। বিশ্ব বানিজ্য ব্যবস্থায় চলছে বিপদজনক মেরুকরন এবং পাশাপাশি জ্যামিতিক হারে বাড়ছে ভোগ্যপন্য সহ যাবতীয় পন্যের মূল্য। আমরা কতটা প্রস্তূত বিশ্বায়নের এ নতুন বাস্তবতার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে? বিগত দু দশকে বিশ্ব রাজনীতিতে এক ধরনের গুনগত বিপ্লব ঘটে গেছে, যার কারনে রাজনীতির মাপকাঠি এখন আর ফিদেল কাস্ট্রোর জ্বালাময়ী ভাষন দিয়ে মাপা হয়না, তার জন্য চাই অর্থনৈতিক দিক নির্দেশনা এবং এর সফল বাস্তবায়ন।

দুখঃজনক হলেও সত্য, আজ পর্য্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দল আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক কোন কর্মসূচী ঘোষনা করতে পারেনি এবং এ ধরনের কোন কর্মসূচী আদৌ তাদের ঝুলিতে আছে কিনা তারও কোন প্রমান রাখতে পারেনি। ব্যক্তি পূজার বেদীতে স্থায়ী আসন গেড়ে রাজনীতিকে শাষন করার প্রবনতা আধূনিক বিশ্বে একেবারেই অচল। বাংলাদেশ তেমনি এক ফাদে আটকে গেছে যেখান হতে উদ্বার পেতে হলে চাই সাহসী কিছু পরিবর্তন। রাজনীতি হতে র্দুবৃত্তদের নির্বাসন তেমনি এক কাজ, যার অসফল বাস্তবায়ন জাতি হিসাবে আমাদের ঠেলে দেবে গভীর সংকটে। পৃ্থিবীর অন্যতম দরিদ্র দেশ এবং র্দুনীতিতে বিশ্ব সেরা, এ বাস্তবতার আলোকে আমাদের রাজনীতিকে বিচার করলে এর সাফল্য-ব্যর্থতার শতকরা ১০০ ভাগই বর্তাবে রাজনীতিবিদ্‌দের উপর।

আজকাল সভা সমিতি আরা টেলিভিশনের মিনি পর্দায় অতীত রাজনীতির মহিমা গেয়ে নিজেদের অপরাধ এবং ব্যর্থতা ধামাচাপা দেয়ার চেস্টা অনেকটা ভাড়ামীর পর্য্যায়ে চলে গেছে। রাজনীতিবিদ এবং তাদের উচ্ছিষ্ট খেকো শিক্ষিত সমাজকে এ সহজ সত্যটুকু বুঝিয়ে দেবার মত সৎ সাহসের অভাব আজ বাংলাদেশের প্রতি ঘরে। আমাদের সমস্যা হতে উত্তরনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপুর্ন কাজ হবে রাজনীতিকে র্দুবৃত্তায়নের হাত হতে মুক্ত করা। হাসিনা, খালেদা, নিজামী আর এরশাদদের মত চিহ্নিত তস্করদের হাত হতে দেশকে মুক্ত না করে ১/১১'র চেতনা, সাফল্য আর ব্যর্থতা নিয়ে কথা বলা হবে অনৈতিকতার শামিল। আরও পড়ুনঃ আমিবাংলাদেশী ডট অর্গ'এ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।