আমাদের কথা খুঁজে নিন

   

শিবির আর লীগের পার্থক্য

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । মাঝে মাঝে পত্রিকাতে লেখা হয় যে ছাত্রলীগ বন্ধ করা উচিত । আর বর্তমানে বেশির ভাগ মানুষের রায় হলো শিবির নিষিদ্ধ করা উচিত । তো দেখা যাক, ছাত্রলীগ আর শিবিরের মধ্যে আসলে পার্থক্যটা কি ? * শিবিরের পূর্ব সংঘটন মানে ইসলামী ছাত্র সংঘটনের রয়েছে আল-বদর,আল-শামস নামে আধা-সামরিক বাহিনী গঠনের ইতিহাস । আর ছাত্রলীগের রয়েছে মুক্তিযোদ্ধা বানানোর ইতিহাস ।

*শিবিরের সন্ত্রাসগুলো দলগতভাবে হয় । কিন্তু ছাত্রলীগে দেখা যায় প্রায় ইনডিভিজুয়াল সন্ত্রাসী কর্মকান্ড। *শিবির ইসলাম প্রতিষ্ঠার কথা বলে কিন্তু এর জন্যে ইসলামিক আদর্শ ত্যাগেও পিছপা হয় না । ছাত্রলীগ ধর্মীয় সংঘটন নয় কিন্তু তাদের বেশির ভাগই কোন না কোন ধর্মে বিশ্বাস করে, অর্থাৎ কোন ধর্মের পক্ষে-বিপক্ষে নয় । *শিবিরের মধ্যে কোন দলাদলি নেই মানে তারা সুশৃংখল ।

আর ছাত্রলীগে দলাদলির যেন শেষ নেই, পদের জন্যে মারামারি কোন ঘটনাই নয় । *শিবির স্কুলের বাচ্চাদের টার্গেট করে তাদের দলে ভেড়ায় । আর ছাত্রলীগে দলে ভেড়ানোর দরকার পরে না মানে এটা স্বতঃস্ফুর্তভাবেই হয় । যতটুকু জানি তা ই শেয়ার দিছি, এবার আপনারাই বিবেচনা করুন শিবির-ছাত্রলীগ কাকে নিষিদ্ধ করা উচিত । আমার ব্যাক্তিগত অভিমত হচ্ছে যে এখানে ইতিহাস বিবেচনায় নেওয়া একটি খুবই গুরত্বপুর্ন ব্যাপার ।

কেননা তারা তাদের ঐতিহাসিক বর্বর ভুলগুলোকে এখনো ভুল হিসেবে মানতে রাজী নয় । শুধু তাই নয় তাদের ওই সমস্ত পাপী নেতাদের বাচাতে মরিয়া তৎপরতা চালিয়ে যাচ্ছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.