আমাদের কথা খুঁজে নিন

   

তারুণ্যের জাগরণ

মন চায় আকাশ ছুঁতে..................আর তাই প্রায়ই নিজের অস্ত্বিত পৃথিবীতে খুঁজে পাই না,মনে হয় শূ্ন্যে কোথাও হারিয়ে গেছি.................. আমরা নতুন প্রজন্মের কেউই স্বাধীনতা দেখি নি । আমরা দেখিনি মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে,সেই সময়ের তরুণেরা কি করেছে,শিশু-কিশোরদের ভয়ার্ত বদন আমরা দেখিনি,দেখিনি মা-বোনদের আহাজারি । রাজাকারেরা কি অমানুষিক নির্যাতন কেরেছে, আমরা সেটাও দেখিনি । তাহলে সরা দেশে এই সহস্র তরুণের আজ মিলিত হল কেন?'৭১-এ যেমন সর্বস্তরের মানুষ এক হয়েছিল,'৫২-এ যেমন রফিক,জব্বার,বরকত 'রা এক হয়েছিলেন,ক্ষুদিরাম ফঁসির দঁড়ি গলায় জড়িয়েছিল---কেন??দেশপ্রেম এ তরুণেদর গাঢ়ত্বকে ছোঁয়র মত কেউ নেই । আমরা জানি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস,আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস,সর্বপরি আমাদের এই বাংলাদেশের ইতিহাস ।

সঠিক ইতিহাস কখনই চাপা থাকেনা । স্বাধীনতার ৪২ বছর ধরে এই রজাকারেরা যখন ইসলামকে কুলূষিত করে আসছিল,ঠিক তাদের জীবনের অন্তিম মুহূর্তে তরুণদের এই জাগরণ । তারা মনেহয় ভুলে গিয়েছিল যে,''পাপ কখনও বপকেও ছাড়েনা । ''এই জগরণের মাধ্যমে আমরা সেই সব রাজনৈতিক রথী-মহারথীদেরকেও সাবধান করে দিতে চাই যারা দেশকে নিয়ে বিভিন্ন দোদুল্যমান সিদ্ধান্ত নিয়ে দেশের সম্পত্তি গ্রাস করছে । তারুণ্যের শক্তি সম্পর্কে আপনারা যদি সামান্য আঁচ পেয়ে থাকেন তবে দয়া করে নিজেদের স্বার্থ বাদ দিয়ে দেশকে কিছু দেয়ার চেষ্টা করুন ।

কারণ আমাদের জয় সুনিশ্চিত । তরুণ ভাইদের এই জেদটা ধরে রাখতে হবে । আর হ্যা, মনে রাখবে যে ''আমরা করব জয় নিশ্চয় । '' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।