আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটে আমার ইন্টারভিউ

খেটে খাওয়া মানুষ- একটু ভাল করে বাঁচার জন্য ঘর ছেড়েছি

আমার এক বন্ধু আমাকে আমার মাইক্রোসফটের ইন্টারভিউ এর ব্যাপারে আমাকে একটা ব্লগ লিখতে বলে যাচ্ছে অনেক দিন। হতাশ হলে আমাকে দায়ী করতে পারবেন না। আমি খুব একটা খারাপ ছাত্র ছিলাম না- হাই স্কুলে একবার অংকে ২৫ পেয়েছিলাম ১০০ তে- বাসায় বলেছিলাম ৫০ এর মধ্যে পরীক্ষা হইছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেতাই অবস্থা। ৮ সেমিষ্টারের কোর্স শেষ করতে ১১ সেমিষ্টার লেগেছিল।

জাফর ইকবাল স্যার কতবার যে আমাকে ঝাড়ি দিলেন! আমি মাইক্রোসফটের ইন্টারভিউ এর জন্য কোন চেষ্টা করি নাই। আসলে চেষ্টা কিভাবে করতে পারতাম সে বিষয়ে আমার এখনো কোন ধারনা নেই। ৫ ফেব্রুয়ারী ২০০৮ এ একটা মেইল পাই Gmail একাউন্টেঃ Microsoft is currently looking for talented developers to join our growing practice in XXXX. This is a very exciting time to join Microsoft .... আমি ভাবলাম স্প‌্যাম। এক সপ্তাহ পর গেলাম সেইন্টমার্টিন ঘুরতে মেইলের কোন রিপ্লাই না দিয়ে। ফিরে এসে দেখি আরেকটা ফলোআপ মেইল- Since I hadn't heard back yet, I thought I would email once again to follow up! J If you are interested in pursuing full time technical positions at Microsoft, please reply to this email at your earliest convenience. এইবার আমি মেইলের হেডার দেখলাম।

আসলেই মাইক্রোসফট থেকে এসেছে। আমার Resume পাঠালাম। এরপর অনেকদিন পর মেইল পেলাম আমার ইস্টারভিউ নিবে। I want to give you an update on your Microsoft application since we received your original email so long ago. আরেকটা মেইল পেলাম কিছুদিন পর- ফোন নম্বর দাও। দিলাম।

মার্চের ১৯ তারিখে ফোনে ইন্টারভিউ দিলাম। কতবার পারডন বলেছি ঠিক নাই। জীবনের প্রথম ইংরেজীতে কথা বলার চেষ্টা (আসলে ৩য় Project Presentation ধরলে) ১০ দিন পর মেইল পেলাম আমার ইন্টারভিউ নিতে চায়- ৫ মে ইন্টারভিউ। আমি ভাবি আর কিছু না হোক বিনা পয়সায় হংকং ভ্রমণ আর ৫ ষ্টার হোটেলে ২ দিন । আর আমি এর আগে Plane ভ্রমণ করি নাই।

ইন্টারভিউ ছিল আমার জীবনের সেরা ইন্টারভিউ- কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কেমন করছি। যাই হোক হংকং শহরটা ভালই দেখলাম ২ দিনে। তারপর ফিরে এসে আবার অপেক্ষা। এইবার টেনশন ছিল অনেক বেশি। ১৯ মে ২০০৮ রাত ৩টায় (ঠিক আসলে ২০ মে) একটা ফোন পেলাম।

Congratulations!!! We would like you to work on Microsoft Software! এক ঘন্টা কথা বলেছি- কিন্তু কোন কথা মনে নাই । জাফর ইকবাল স্যারের সাথে যখন কথা হল- আমাকে অভিনন্দন জানালেন- আর আমি একটা অটোগ্রাফ নিলাম। (এইবার আর ঝাড়ি না । প্রিয় মানুষটার কথা আরেকদিন লিখব। ) প্রথম লিখছি এখানে।

ভুল হলে ক্ষমা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।