আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটে অ্যাপ নির্মাতাদের কর্মশালা

এক বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট বাংলাদেশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গুগল ডেভেলপার গ্রুপ ও উইন্ডোজ ডেভেলপাররা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ওই কর্মশালায় অংশ নেন। এতে হাতেকলমে মোবাইল অ্যাপের ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে দেশের উদীয়মান মোবাইল অ্যাপ ডেভেলপারের বিভিন্ন দল তাদের অ্যাপস প্রদর্শন করার সুযোগ পান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শোকেস এবং পরবর্তীতে উইন্ডোজ ফোনের আরও একটি অ্যাপও উন্মোচিত হয় একই কর্মশালায়।
এছাড়া কর্মশালাটিতে বক্তাদের মধ্যে ছিলেন পেপালের ইউআইই ম্যানেজার মোহাম্মদ নাজমুস সালেহিন, স্টার্টআপ বাংলাদেশের নাইমা জাকারিয়া, বনলতা ইউজার এক্সপেরিয়েন্স এর মাশরুর হান্নান ও শাদমান রহমান।
ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত এবং মাইক্রোসফটের অংশীদারে ওয়াটার হ্যাকাথন-এর ঘোষণা প্রদান করেন মির্ভা তুলিয়া ও উমার আলম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।