আমাদের কথা খুঁজে নিন

   

সোয়াইন ফ্লু বাংলাদেশেও !!!!

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
বাংলাদেশেও সোয়াইন ফ্লু রোগী ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফেরত এক বাংলাদেশীর শরীরে সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করলেও বাংলাদেশে এ রোগী ধরা পড়ল এই প্রথম। কয়েক মাস আগে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লু ধরা পড়ে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "১৮ জুন (বুধবার) এক ব্যক্তির দেহে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা সনাক্ত হয়েছে।

স¤প্রতি যুক্তরাষ্ট্র সফর করে আসা একজন জ্বরের রোগীর লালা ও নাসিকা রসের নমুনা পরীক্ষা করে প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস নিশ্চিত হওয়া গেছে। " আইইডিসিআর ও আইসিডিডিআর'বি যৌথভাবে এ পরীক্ষা চালায় বলে বিবৃতিতে বলা হয়। মন্ত্রণালয় জানায়, ভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইইডিসিআর এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আক্রান্ত ব্যক্তি তিন-চার দিন আগে দেশে ফেরেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পরীক্ষা করা হয়।

" আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বওে মোশতাক হোসেন জানান। তবে আক্রান্তের পরিচয় প্রকাশে রাজি হননি তিনি। ডা. মোশতাক জানান, সোয়াইন ফ্লু রোগী সন্দেহে এ পর্যন্ত সাত ব্যক্তিকে পরীক্ষা করা হয়। তবে বৃহস্পতিবারই প্রথম রোগী ধরা পড়ল। সোয়াইন ফ্লু সংক্রমণ প্রতিরোধে ভারত সে দেশের সব আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের পরীক্ষা করছে।

মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশও একই কার্যক্রম চালাচ্ছে। ভারতে ১০ জনের বেশি সোয়াইন ফ্লু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন কলকাতার। কাতারের দোহায় কয়েকদিন আগে এক প্রবাসী বাংলাদেশী শিশুর দেহে সোয়াইন ফ্লু ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে বলে সে দেশের পত্রিকা গালফ টাইমস জানায়। আক্রান্ত শিশুটি পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আসছিল।

তবে এখন দোহায় তার চিকিৎসা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুধবার জানায়, বিশ্বের ৭০টির বেশি দেশে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৬২০ জন। মারা গেছে ১৬৭ জন। শুধু মেক্সিকোতেই মারা যায় ১০৮ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছে ৪৪ জন।

গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম View this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।