আমাদের কথা খুঁজে নিন

   

ইনশাল্লাহ বলার কথা

আল বিদা

এক ভদ্রলোক টাকা নিয়ে গরুর হাটে যাচ্ছিল। পথে এক পরহেজগার পথিকের সাথে দেখা। ভদ্রলোক তাকে জানালো যে সে টাকা নিয়ে গরু কিনতে যাচ্ছি। পথিক বলল, ভাই ইনশাল্লাহ বললেন না যে। ভদ্রলোক বলল টাকা নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ বলার কি আছে? আফসোস, ভদ্রলোক হাটে গিয়ে টাকা হারালেন আর তার গরু কেনা হল না।

ফেরার পথে আবারো ঐ পথিকের সাথে দেখা। এখন সে বলছে, হাটেও গিয়েছিলাম ইনশাল্লাহ, টাকাও ছিল ইনশাল্লাহ, কিন্তু টাকাটা হারিয়ে গেল ইনশাল্লাহ। গল্পটা এখানেই শেষ। কি বলতে চাচ্ছি তা সহজেই বুঝা যাচ্ছে। আমরা প্রায়শই ভবিষ্যতের কাজের কথা বলি।

কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে যাই। একটা সময় আমার ইনশাল্লাহ বলতে লজ্জাই লাগত। যখন আমি চাকরী করি তখনও ইনশাল্লাহ বলার অভ্যাস হয় নি। হঠাত একদিন অফিসের এক বসকে দেখলাম খুব সুন্দর করে 'ইনশাল্লাহ' বলছে। এমন কি তার বাসায়ও বলছে 'সন্ধ্যায় এসে কথা হবে ইনশাল্লাহ'।

আমি তো এই কথা শুনে মুগ্ধ। সেদিন থেকেই আমিও ইনশাল্লাহ বলি। এমনকি লেখার সময়ও ব্যবহার করি। এসএমএস করার সময়ও লিখতে চেষ্টা করি। যখন বলি না তখন দেখি যে আমি কাজটা ভুলে যাই বা করা হয় না।

আমার সামনে কেউ যদি না ইনশাল্লাহ বলে আমি এইটা মনে রাখি। পরে মিলিয়ে দেখি সে কাজটা করতে পেরেছে কিনা। একটা উদাহরন দিলে বুঝতে পারবেন। অপি করিমের অনুষ্ঠানে নায়ক মান্নাকে জিজ্ঞেস করল সে নির্বাচন করবে কিনা। মান্না বলল করবে।

আমি আমার চেকলিস্টে রাখলাম ব্যাপারটা। সত্যিই মান্নার আর নির্বাচন করা হল না। তবে এমনটা হবে আমিও ভাবি নাই। আসুন আমরা 'ইনশাল্লাহ'র ব্যবহার বুঝে করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.