আমাদের কথা খুঁজে নিন

   

লেডি টাইগার দের স্বপ্ন শেষ । । । । সামনে হবে ইনশাল্লাহ ।

এক দিনের জন্য নায়ক হতে চাই । বিশ্বকাপ স্বপ্ন শেষ। এখন লক্ষ্য একটাই 'ওয়ানডে স্ট্যাটাস'। আগামীকাল যুক্তরাষ্ট্রকে হারালেই মহিলা ক্রিকেট সূচিত হবে নতুন অধ্যায়। নতুন মাইলফলকে পেঁৗছে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট।

তিন বছরের অভিজ্ঞতাপুষ্ট একটি দলের এই প্রাপ্তি কম নয়! তারপরও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের শঙ্কিত করেছে ক্রিকেটমোদীদের। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং_তিন বিভাগেই নাকাল হয়েছে সালমাবাহিনী। তাই ভয়, পারবে তো যুুক্তরাষ্ট্রকে হারাতে! বিশ্বকাপ স্বপ্ন পূরণের মহাগুরুত্ব্বপূর্ণ ম্যাচেও কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি সালমারা। ভেজা উইকেটে টস জিতে ব্যাট করার খেসারত দেন মাত্র ৪ রানে দুই টপঅর্ডারের বিদায়ে। ১৩ রানে তৃতীয়, ৩৬ রানে চতুর্থ এবং ৫৯ রানে পাঁচ ব্যাটসম্যান বিপর্যস্তকর অবস্থা থেকে শেষ পর্যন্ত বের হতে পারেনি।

কাঁটায় কাঁটায় ১০০ রানেই শেষ হয় সালমাদের ইনিংস। এই টার্গেটে ২৬.৩ ওভারেই পেঁৗছে যায় শ্রীলঙ্কা। হেরে যায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের অভিজ্ঞতা ও কৌশলের কাছে। এটি সত্য, সালমারা এগোচ্ছেন হাঁটি হাঁটি পায়ে। ওয়ানডে স্ট্যাটাস যেখানে সালমাদের স্বপ্ন, সেখানে ১৯৯৭ সালে সেটা অর্জন করেছে লঙ্কানরা।

কৌশল, অভিজ্ঞতার পাশাপাশি ফিটনেস ও মানসিক দিক দিয়েও এগিয়ে দ্বীপরাষ্ট্রের মেয়েরা। গতকালের ম্যাচে সব বিভাগেই সালমাদের টেক্কা দিয়েছেন দিলমারা। টস জিতে ব্যাটিং নিলেও বাংলাদেশের বড় ইনিংস হয়নি মূলত টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তাই বলে এখনই হতাশ হওয়ার কিছু নেই। সালমারা গ্রুপ পর্বের দুই ম্যাচে জাপান ও শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে যেভাবে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার দ্বারপ্রান্তে পেঁৗছে গেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

সেটাই বরণ বড় তৃপ্তিদায়ক হতে পারে। ক্রিকেটে 'নবজাতক' জাপানকে যে বাংলাদেশ বড় ব্যবধানে হারাবে সেটা প্রত্যাশিতই বটে, কিন্তু ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত আয়ারল্যান্ডকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সালমা-শুকতারারা নতুন এক দিগন্তের ইঙ্গিত দিয়েছিল। যেখানে ছিল দুটি স্বপ্ন_ এক. বিশ্বকাপে খেলা, দুই. ওয়ানডে স্ট্যাটাস লাভ। গতকাল শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে ইতোমধ্যেই সালমাদের একটি স্বপ্নের মৃত্যু হয়ে গেছে। কিন্তু আরেকটি স্বপ্ন (ওয়ানডে স্ট্যাটাস) এখনো জিইয়ে রয়েছে।

তবে দিন দিন সালমাদের শারীরিক সামর্থ্য যেভাবে ফুরিয়ে আসছে, তাই সেটি নিয়েও শঙ্কা রয়েছে। এক সপ্তাহে পাঁচ ম্যাচ খেলে ক্লান্ত, পরিশ্রান্ত বাংলাদেশের মেয়েরা। তারপরও স্বপ্ন দেখছে দেশবাসী। অভিবাসী দল যুক্তরাষ্ট্রকে হারিয়েই দেশের মাটিতে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করবে বাংলাদেশ। দলপতিকে সালমা খাতুনকে দেখে নতুন করে অনুপ্রাণিত হতে পারেন ক্রিকেটাররা।

দলের বড় পরাজয়ের দিনও যে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।