আমাদের কথা খুঁজে নিন

   

আজ সংবাদপত্রের সেই জঘন্য কালো দিবস

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

আজকের দিনটি বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যম কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। এ দিনটি বাংলাদেশের একটি কলংকময় অধ্যায়ের সূচনার ব্যর্থ চেষ্টা ছিল। ১৯৭৫ সালের এ দিনে তৎকালীন প্রধানমন্ত্রী তাঁর স্বৈরশাষনের সূচনা হিসেবে সকল সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেয়। শুধু মাত্র এই কুচক্রীর গুনগান করার জন্য চারটি পত্রিকাকে সরকারীকরন করেন এবং এর মালিকদের কাছ থেকে কেড়ে নেন। তাঁর আনুগত্য স্বীকার কারী ব্যতিত সকল সাংবাদিক তথা সচেতন সমাজকে পঙ্গু করে দেয়ার জন্য বেকারে পরিণত করেন।

শত শত সংবাদ কর্মী তাঁর অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় থেকেও তাঁদের নীতি বিসর্জন না দিয়ে এই স্বৈরশাষককে পরিহার করার সিদ্ধান্ত নেন। এবং এদিনটিকে তাঁরা কালো দিবস বলে আখ্যায়িত করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরনের মাধ্যমে জনগনের সচেতনতা, মত প্রকাশে স্বাধীনতা এবং সরকারের গঠনমূলক সমালোচনার পথ বন্ধ হয়ে যায়, যা দেশের উন্নয়নে জনগনের হস্তক্ষেপকে সম্পুর্নরূপে বন্ধ করে দেয়। একটি গনতান্ত্রিক রাষ্ট্রের এগিয়ে চলার পথ কে রুদ্ধ করে দেয়ার মত ন্যক্কারজন ঘটনা ঘটানোর মত আর কোন বাকশালি মুজিবের জন্ম এদেশে যেন না হয় এ আশা আমাদের গনতন্ত্রকামী সকলের। আশা করি, স্বাধীন ও শ্বেত-শুভ্র, মিথ্যে ও পক্ষপাতদুষ্টতামুক্ত সংবাদ পরিবেশনার মাধ্যমে আমাদের সকল পত্র-পত্রিকা ও টেলিভিশনের সাংবাদকগন এবং ইন্টারনেটের ব্লগের ঝড়তোল সিটিজেন জার্নালিস্ট ব্লগারগন গনতান্ত্রিক এ বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।