আমাদের কথা খুঁজে নিন

   

চিরকুট

খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

কাল তুমি বললে, আজ দার্জিলিং-এ বৃষ্টি হয়েছে আর বললে, কাল কলকাতায় বর্ষা নামবে.. হুমম.. খানিকটা বৃষ্টি কলকাতায়ও হয়েছিল বটে, তবে বর্ষা কি নেমেছিল? ওইটুকু বৃষ্টিকে কী তুমি বর্ষা বলো! এই খানিকটা হাঁক-ডাক, অন্ধকার চেরা বিদ্যুতের কয়েকটা চমক, কয়েক ফোঁটা জল আর রাতের কালো আকাশ আরো খানিকটা কালো। তবে এমন রাতে ঘুম ভালো হয়। আবহাওয়া দপ্তরের হিসেবমতো বর্ষা চলে আসার কথা কিন্তু ওই দপ্তরের হিসেব সহসা মেলে না এখানে, সে তুমি জানো। কাজেই আরো খানিক অপেক্ষা করা যাক বরং.. আরে বাহ! এখানে দেখি অটো সেভড হয়ে যায় লেখা! অর্কুটের চিরকুট, ফেসবুকেও চিরকুট। এই চিরকুটগুলো চিঠি আর হয়ে ওঠে না। এই দেখো, এও চিরকুট হয়েই রয়ে গেল! ঘুম পাচ্ছে..

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।