আমাদের কথা খুঁজে নিন

   

নাহিদাকে বাঁচানোর চেষ্টা

বন্ধুদের নিয়ে বাঁচি
নাহিদার জন্য সাহায্য তুলছে ওর সহপাঠী ও শুভাকাংখীরা। আজ তারা দাড়িয়েছিলেন বসুন্ধরা সিটির সামনে ও টিএসসিতে। এনিয়ে একটা লেখা দিতে এসে স্টিকিপোস্টটা দেখে মনটা দমে গেল। নীলআকাশেরদুঃখের মায়ের অসুখ। আমাদেরতো উচিত তার জন্যও কিছু করা।

তার জন্য কতোটা কি হচ্ছে। আদৌ কিছু কি হচ্ছে কাজের? যাতে ওর মা বেঁচে উঠবেন? নাহিদার জন্যওতো অনেক টাকা দরকার। নিলআকাশেরদুঃখের মায়ের জন্যও। টের পাই অনেক মানুষ এক সাথে সহমর্মীতার হাত না বাড়িয়ে দিলে আমরা আরেক জনের বিপদে কিছু করতে পারবো না। আর দায়িত্ব সাধ্যের চেয়ে বড় মনে করে যদি যাহায্যে আগ্রহীরা যদি হতোদ্যম হয়ে যান! এমনটি হবে না আশা করি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।