আমাদের কথা খুঁজে নিন

   

আবোল-তাবোল

www.cameraman-blog.com/

দুই দিন ধরে আইডিয়াটা মাথার মধ্যে কুট কুট করতেসে। বাংলা ব্লগিং জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। যদিও ইউটিউব থেকে আইডিয়াটা ধার করা। তেমন বিশাল কোন ব্যাপার না। একটা অডিও ব্লগ পোষ্ট দিতে হবে।

প্রথমে অবশ্য ভ্লগ বা ভিডিও ব্লগের কথা চিন্তা করেছিলাম। সেটা বাদ দিলাম দেশের ইন্টারনেট ব্যান্ডওয়াইডথের কথা চিন্তা করে। আরো একটা কারণ আছে অবশ্য। আমার চেহারা একেবারেই ফটোজেনিক না। লিখতে ঝামেলা, পড়তে ঝামেলা।

একমাত্র অডিও ব্লগই হতে পারে এর বৈপ্লবিক সমাধান। প্রথমেই চিন্তা আসলো ভাষাটা কি হবে। জানার মতো অতি শুদ্ধ বাংলা, নাকি ইউনুস খানের ময়মনসিংহা ডায়লেক্ট। আমার অবশ্য কোনটাই পূরোপূরি আসে না। যাই হোক।

কিভাবে কি করবো ঠিক করার পর কাজ শুরু করলাম। সাউন্ড রেকর্ডার হিসেবে বেছে নিলাম অডাসিটি। রেকর্ড বাটনে ক্লিক করার পর ... ... আমার অবস্থা একেবারেই বাংলার লাজুক নারীর মতো। মানে বুক ফাটে তো মূখ ফোটে না। ২/৩ বার চেষ্টার পর দু'য়েকটা শব্দ বেরুনোর পর তোতামিয়ার মতো উ উ করতে থাকলাম।

একসময় হাজার চেষ্টা করেও মনে করতে পারলাম না আসলে কি বলতে চেয়েছিলাম। বুঝতে পারলাম স্ক্রিপ্ট ছাড়া আসলে হবে না। লজ্জা-শরমের মাথা খেয়ে আবার সেই লিখতেই বসলাম। এরপর আবার রেকর্ডিং করতে বসলাম। এবার দেখে দেখে পড়লাম।

আপ-টু দ্য ষ্ট্যান্ডার্ড না হলেও প্রথম প্রয়াস বলে খারাপও লাগলো না নিজের কানে নিজের কথা শুনতে। এরপরের অংশ খূব একটা কঠিন হলো না। পাওয়ার পয়েন্টে এক স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরী করে ফেললাম ঝটপট। অডিওটা তাতে ইনসার্ট করে দিলাম। এবার পাওয়ার পয়েন্ট টু এভিআই সফটওয়্যার দিয়ে এটাকে ভিডিও বানিয়ে ফেললাম।

অবশেষে ইউটিউবে আপলোড। কেমন হলো আপনারাও দেখেন। স্ক্রিপ্ট যদি লিখতেই হয়, তাহলে আবার সেটা পড়েও দিতে হবে ?আসলে অডিও ব্লগের ভবিস্যৎ অন্ধকার। {প্রথমবার প্লে হওয়ার পর রিপ্লে করুন। স্বচ্ছন্দে শুনতে পারবেন}


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।