আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্যতা



অসুখ তো নেই অসুস্থতা তবু এমন জুড়ে, হৃদয়টাকে সন্ধ্যা প্রাতে খাচ্ছে কুড়ে কুড়ে। সব কিছু আছে চতুর্পার্শ্বে চেনা সীমানার মাঝে, তবু যে কিসের শুন্যতা এক হৃদয় বীণায় বাজে। অতীত ছিল যে কান্না হাসির বর্তমানও তাই, সুখ দুঃখের সম্মিলনেও পরিপূর্ণতা নাই। শৈশব গেছে কৈশর গেছে যৌবন যায় যায়, এতগুলো দিন কেটে গেছে সেই অজানা শূন্যতায়। দিন গেছে রাত দিনকে ডেকেছে ক্রমিক আমন্ত্রনে, আলো আধারির বর্ণীল খেলা পুলক দিয়েছে মনে।

তবু সে পুলক অতৃপ্ততার ছোয়া রেখে গেছে প্রাণে, হৃদয় ছুটেছে কল্পনালোকে তৃপ্তির সন্ধানে। চেয়ে না পেয়েছি,পেয়ে না চেয়েছি হিসেব মিলেছে ঠিক, তবু সে অচেনা বাসনা শিখায় মন পুড়ে ধিক ধিক। কত না করুণ বাস্তবতাকে উৎরেছি একা তবু, নির্ভরতার অবলম্বন হৃদয় যেচেছে কভু। অবলম্বন পেয়েও কত না দলে গেছি পদতলে, আজকে কি তবে সেই প্রয়োজনে হৃদয়ে অনল জ্বলে? জানা নেই এই সুপ্ত বাসনা পূর্ণ হয় না হয়, শূন্য জীবনে পূর্ণতা পেতে অধীর এই হৃদয়...। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।