আমাদের কথা খুঁজে নিন

   

অনন্য চন্দ্রমা



তুমি কি দেখেছো বন্ধু আকাশে ভেসে এখনও সেই উজ্জল চাঁদ যা আমাদের প্রেমময় মুহুর্তগুলোকে টানটান করে এখনও সেই অতীতের বারান্দায় কেমন দাড় করায়। এক স্ফুরিত উদ্ভাসে। সেই বারান্দার গ্রীল ভেংগে সময়ের সেতু বেয়ে নেমে এসে দেখো একবার এখনও সেই বুক ভাংগা কান্নার শব্দ এখনও ষেই উজ্জল দ্যুতি যাতে আমরা পরস্পরকে চিনে নিতাম সমস্ত বিরোধিতার অন্ধকারে। আমরা ছিলাম । এখনও আছি, সেই সময়ের অন্ধকারে। সেসব কথা থাক যা কিছু পুরানো স্মৃতির। এসো মোমবাতির আলোয় দেখি আরো একবার সেই অনন্য চন্দ্রমা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।