আমাদের কথা খুঁজে নিন

   

২০-২০ বিপর্যয়ঃ দোষ মূর্খ নির্বাচকদের...খেলোয়াডদের নয়...



আয়ারলান্ডের কাছে হেরে বাংলাদেশ বিদায় নিলো ২০-২০ ওয়ার্ল্ড কাপ থেকে... অনেকে অনেক কথাই বলবেন, কেও বলবেন খেলোয়াডদের কথা, কেও বলবেন আশরাফুলের কথা, অনেকে বলবেন রুবেল-রাকিবুলের কথা... আমি বলবো সব দোষ আমাদের মূর্খ নির্বাচকদের (খেলোয়াড হিসেবে তারা ভালো হতে পারে কিন্তু খেলোয়াড নির্বাচনে তারা মূর্খ )... বলছি আমি কেনঃ ১. আপনারা শ্রীলংকা, অস্ট্রেলিয়া, সাঃ আফ্রিকার দিকে তাকান... ৩০/৩৫+ বছরের পন্টিং, হাসি, লী, জয়সুরিয়া, ভাস, মুরালী, বাউচার, কালিস দাপটের সাথে টিকে আছে...সব দলেই নতুন/তরুন প্রতিভাবান খেলোয়াড নেওয়া হচ্ছে কিন্তু পুরাতন/অভিজ্ঞ সব খেলোয়াডদের কেও রাখা হচ্ছে... যার ফলে পুরাতনরা যেমন নিজেদের সার্ভিস দিতে পারছে, তেমনি নতুনরা অনেক কিছু শিখতে পারছে অভিজ্ঞদের কাছ থেকে... এখন আমাদের দিকে তাকান... আমাদের দেশে ৩০+ হলেই সব খেলোয়াডদের কে ছুডে ফেলা হয়, যেখানে "গিলক্রিস্ট", "হেইডেন", "হাসি", "হাডিন" এইসব খেলোয়াড ২৮/৩০ এর দিকে/কাছাকাছি সময়ে জাতীয় দলে কারিয়ার শুরু করছে, সেখানে আমাদের দেশে এই সময়ে খেলোয়াডরা টিম থেকে বিদায় নিবার প্রস্তুতি নিতে শুরু করে, কারণ ?? আমাদের তথাকথিত মূর্খ নির্বাচকরা কিশোর জাতীয় দল গডতে বিলিভ করেন... আমাদের মাসুদের মতো খেলোয়াডকে ফোর্স করা হয় জাতীয় দল থেকে চলে যেতে এবং অপরিণত মুশফিকুর রহিমকে তৈরী হবার আগেই জাতীয় দলের কিপার বানানো হয়...ফলাফল ?? হয়তো কিছু মাচ ভালো করে কিন্তু কাজের সময় আসল কাজ করে দেখাতে পারে না...ভারতের বিরুদ্ধে মাচ হারার জন্য অনেকাংশে দায়ী এই মুশফিকুর রহিম, কিন্তু তাকেও কি সম্পূর্নরুপে দোষ দেওয়া ঠিক ? এইসব খেলোয়াডকে অল্প বয়সে জায়গা করে দিতে গিয়ে সময়ের অনেক আগে হারিয়ে যেতে হয় নান্নু, বুলবুল, হাবিবুল, পাইলট, রফিকদের মতো খেলোয়াডদের...খেলোয়াডদের ফর্মই আসল, তাইতো এখনও মুরালী, জয়সুরিয়া, কালিসরা খেলছে (কপাল ভালো তাদের জন্ম এই দেশে হয় নাই, তাহলে আমাদের মূর্খ নির্বাচকেরা তাদের ৩২/৩৪ বছর বয়সেই কারিয়ারের ইতি টানতে বাদ্ধ করতেন) ২. আমাদের মূর্খ নির্বাচকরা দুনিয়াকে একটা কিশোর - তরুণ দল উপহার দিতে চান, কিন্তু তাদের কাছে কি দেশের মান-সম্মান বেশি ইম্পর্টেন্ট নাকি নিজেদের এক্সপেরিমেন্ট ?? একটা দলে সব খেলোয়াডের গড বয়স ২১/২২ হওয়া এক জিনিস এবং ২৬-২৮ বছর+অভিজ্ঞ দল হওয়া অন্ন বাপার... অপরিণত বয়সে একটা খেলোয়াডকে জাতীয় দলে নিয়ে এসে একদিকে যেমন সেই খেলোয়াডকেই নস্ট করে ফেলা হচ্ছে, তেমনি দেশকে বার বার লজ্জাজনক পরাজয় দেখতে হচ্ছে... মনে পডে "সজল", "রোকন" দের কথা ?? সজলকে ১৬ বছর বয়সে জাতীয় দলে নেওয়া হয়েছিলো, সেই সজলের নাম এখন ৯৯% মানুষ মনে করতে পারবে না...একের পর এক অপরিণত খেলোয়াডকে জাতীয় দলে নিয়ে আসা হচ্ছে এবং যার ফলে একটা সম্ভাবনাময় খেলোয়াড হারিয়ে যাচ্ছে... কারন হয়তো সাময়িক ভাবে সে জাতীয় দলে আসছে কিন্তু খারাপ করার ফলে আস্তে আস্তে পুরাপুরি হারিয়ে যাচ্ছে... দোষ কার ?? ৩. আমাদের মূর্খ নির্বাচকরা নিজেদের অহংকার, গদির পাওয়ার দেখাতে এতো বেশি বাস্ত থাকেন যে খেলোয়াডদের এবং তাদের রিপ্লেসমেন্ট নিয়ে আগে থেকে চিন্তা করার সময় নাই তাদের... নাফিস / অলক / নাজিমুদ্দীন / আফতাব এমনি এমনি জাতীয় দল ছেডে আইসিএল এ যায় নাই, অনেক কারনেই গেছে... আজকে আমি জানি সবাই এই "আফতাব","অলক","নাফিস" দের অভাব হাডে হাডে টের পেয়েছেন... কি পাননি ?? আফতাবের পাওয়ার প্লেতে রানরেট সব চেয়ে বেশি...সেই আফতাব-অলক আজকে টিমে নাই... ৪. যখন একটা টিমে সেইভাবে ভালো খেলোয়াডের অভাব দেখা দেয়, তখন অবধারিত ভাবে আসরাফুলের মতো মাথা মোটা / বুদ্ধিহীন খেলোয়াডদের কেই অধিনায়ক করতে হয়/হবে... খেলোয়াড হিসেবে হয়তো আশরাফুলকে তাও দলে রাখা যেতে পারে কিন্তু একটা পাডার টিমকে চালানোর মতো বুদ্ধি নেই আশরাফুলের মাথায়... তাও তাকেই অধিনায়ক হিসেবে দেখতে হচ্ছে কারন অস্ট্রেলিয়া, আফ্রিকার মতো আমরা মাঠ তৈরী করতে চাই কিন্তু অধিনায়ক তৈরী করতে চাই না... ২/৪ দিন পর পর চমক দিয়ে অধিনায়ক তৈরী করলেই হয় না, সেটা কি আমাদের মাথা মোটা নির্বাচকের বুঝেন না ?? ৫. আমাদের মূর্খ নির্বাচকেরা টেস্ট টিমে ঢুকান ওয়ান ডে প্লেয়ারদের এবং ২০-২০ তে ঢুকান টেস্ট প্লেয়ারদের... রাকিবুল-শাহাদাত কি ২০-২০ খেলার যোজ্ঞ ?? রুবেল কি এখনো "এ" টিমেও খেলার মতো পরিণত ?? সারা দেশ থেকে একজন লেগস্পিনার খুজে বার করতে পারেন না তারা ??? শুধু শুধু খেলোয়াডদের দোষ দিয়ে লাভ নাই... আমি তখনই শিখবো যখন আমার সামনে একজন অভিজ্ঞ খেলোয়াড থাকবে, যখন সবকিছু পরিকল্পনা মতো এগুবে, যখন আমার কাপ্টেন একজন বুদ্ধিমান বাক্তি হবেন...১০ মাচের মদ্ধে ১ মাচে ভালো করা বাক্তি কাপ্টেন হলে অন্নরা যদি খারাপ পারফর্ম করে, তাইলে তো দোষ দেওয়া যায় না...টেস্ট বাটসমান রাকিবুলকে টীমে নেওয়ার পরে সে খারাপ করলে/দ্রুত রান না তুলতে পারলে সেটা তো তার দোষ না...অপরিনত এবং গায়ের জোরে বল করা রুবেলকে পরিণত হবার আগে জাতীয় দলের মূল বোলারের ভার তুলে দিলে এবং সেটা সে সইতে না পারলে সেটাও দোষের কিছু না.. .....সেই প্রতিভার কি দাম যদি সেটা কাজেই না লাগে ?? সেই প্রতিভাবানের কি দাম যদি সে তার প্রতিভা কি করে কাজে লাগাতে হয় সেটাই না জানে ?? সেই প্রতিভা দিয়ে কি করবো যদি সেটা অকালে নস্ট হয়ে যায় ?? ... কি করে পন্টিং, ক্লার্ক, স্মিথ, মুরালি, ধোনি, যুবরাজ, ডুমিনি, মালিঙ্গা দের মতো প্রতিভাবান দেরকে তাদের দেশ আস্তে আস্তে তুলে নিয়ে এসেছে আজকের এই অবস্থানে, এইসব কি আমাদের মূর্খ নির্বাচকেরা দেখে না ? বুঝে না ????... মনটা খুব বেশি খারাপ... আজকে ভালো খেলে হেরে গেলে বা ভালো দলের সাথে হারলে কোন আফসোস থাকতো না... এটাও জানি আজকে বাংলাদেশ জিতে গেলে এইসব কথাও আমি লিখতাম না কিন্তু জোডাতালি দিয়ে আর কতদিন ?? ধরা তো একদিন না একদিন খেতেই হতো...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.