আমাদের কথা খুঁজে নিন

   

মনটা খারাপ

ছাত্র

আমি সকাল সকালই ঘুম থেকে উঠি। আজ উঠেছি ছয়টায়। অন্যদিন উঠে ঘোসল করে বিবিসি ওয়ার্ল্ডে খবর শুনি। এবং হকার পত্রিকা দিলে পত্রিকা পড়ি। পরে খাওয়া দাওয়া করে অফিসের জন্য রওনা দিই।

আজকে শরীরলটা ভালো ছিলোনা। তাই ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ি। বুয়া রান্না করতে আসার পরই আমি ঘুমিয়েছি। ঘুম থেকে সাতটায় উঠে দেখি মোবাইলটা নেই। তখন অবশ্য বুয়াকে পাইনি।

বুয়া তিন বৎসর যাবৎ আমাদের রান্না করছে। মোটামোটি বিশ্বস্তই বলা চলে। চাকরি করি। এই টাকা দিয়ে নিজে চলি এবং এমবিএ'র খরচ চালাই। কিছু দিন পরই এমবিএ'র সেমিস্টার ফির অর্ধেক পে করতে হবে।

এখন আমাকে আবার নতুন মোবাইল ও কিনতে হবে। তাই মনটা খুবই খারাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।