আমাদের কথা খুঁজে নিন

   

আইজাক আসিমভের 'ফাউন্ডেশন'



ছোটবেলায় আলেকজান্ডার বেলায়েভের 'উভচর মানুষ' পড়েছিলাম। সাগরে থাকা উভচর মানুষের দু:খ এখনও বৃষ্টির দিনে আমার মনে পড়ে। মনে সাগর পাড়ে দাড়িয়ে ডাকি 'ইকথিয়ান্ডার' 'ইকথিয়ান্ডার'। কে জানে ইকথিয়ান্ডার চলে আসতেও পারে। অনেক দিন পর আইজাক আসিমভের অসাধারন সৃষ্টি ফাউন্ডেশন সিরিজের প্রথম বই ফাউন্ডেশন পড়লাম।

এই কিছুক্ষন আগেই পড়ে শেষ করলাম। কারো কল্পনা কতটা যে শক্তিশালী হতে পারে তা ফাউন্ডেশন না পড়লে বেঝানো সম্ভব না। ফাউন্ডেশন পড়ে আর দেশের বিভিন্ন সমস্যা দেখে প্রায়ই মন্তব্য করতে ইচ্ছে করে, 'সেলডন ক্রাইসিস'। সিনিয়র ট্রেডার হোবার ম্যালো শেষ পর্যন্ত রক্তপাতহীন যুদ্ধের মাধ্যমে ফাউন্ডেশনকে রক্ষা করেন। ফাউন্ডেশনের জনগনের হৃদয়ে স্থান করে নেন।

আমাদের দেশেও নানাধরনের ব্যবসায়ীরা দেশকে লুটে পুটে খাচ্ছে। লুটের তালিকায় বিদেশী ব্যবসায়ীরাও আছেন। কেউ এসেছেন। কেউ আসছেন। ড. ইউনুস নামের এক লুটেরা মোবাইল ব্যবসায়ী ও সুদখোর মহাজন আবার নোবেল পুরস্কারও বাগিয়ে নিয়েছেন।

আবার অনেক ভাল ব্যবসায়ীও রয়েছেন। এবং তাদের কারনে দেশটা এখনও চলছে। হায় তাদের মধ্য থেকে যদি একজন হোবার ম্যালো আসতো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.